২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


পশ্চিমা বিশ্বকে কাঠগড়ায় নেয়ার হুমকি নিকারাগুয়ার

নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা - ছবি : এএফপি

গাজায় ইসরাইলের গণহত্যাকে সমর্থন করায় পশ্চিমা বিশ্বকে হুমকি দিয়েছে মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়া। দেশটি এক বিবৃতিতে ব্রিটেন, কানাডা ও নেদারল্যান্ডসকে ওই হুমকি দেয়।

মিডল ইস্ট আই জানিয়েছে, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও কানাডাকে সতর্ক করেছে নিকারাগুয়া। তারা অভিযোগ করেছে, দেশগুলো ইসরাইলকে অস্ত্র সরবরাহ করছে। সেগুলো ব্যবহার করে ইসরাইল গাজায় গণহত্যা চালাচ্ছে। এতে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হচ্ছে। সেজন্য ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধ না করলে আন্তর্জাতিক বিচার আদালতের মুখোমুখি হতে হবে তাদেরকে।

উল্লেখ্য, গত জানুয়ারি মাসে ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করেছিল দক্ষিণ আফ্রিকা। তাদের সমর্থনকারী দেশগুলোর একটি ছিল এই নিকারাগুয়া।

সূত্র : মিডল ইস্ট আই


আরো সংবাদ



premium cement