২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


মার্কিন হুমকির জবাব দিল ইরান

- ছবি : ডয়চে ভেলে

রেভোলিউশনারি গার্ডের প্রধান হোসেইন সালামি বলেছেন, ‘আমেরিকার হুমকি আমরা শুনেছি। এমন নয় যে আমেরিকা প্রথম এমন হুমকি দিচ্ছে। এখন আমরা দুই পক্ষই দুই পক্ষকে চিনি। ফলে আমেরিকা যেন মনে রাখে, তারা আক্রমণ করলে আমরা চুপ করে বসে থাকব না। প্রত্যুত্তর দেয়া হবে।’

বৃহস্পতিবার ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, ‘দেশের পররাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে জানিয়েছেন, ‘ইরানের ওপর আক্রমণ হলে সাথে সাথে তার জবাব দেয়া হবে।’

সংবাদ সংস্থাটি আরো জানিয়েছে, তার বক্তব্য, আমেরিকা এইভাবে সমস্যার সমাধান করতে পারবে না। আগেও ইরানের ওপর শক্তি প্রয়োগ করেছে আমেরিকা। তাতে লাভ হয়নি। একমাত্র সমাধানসূত্র রাজনৈতিক আলোচনায়।’

আমেরিকার বক্তব্য :
মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, ‘জর্ডানে মার্কিন সেনাঘাঁটিতে যে আক্রমণ হয়েছিল, তার জন্য দায়ী ইরানের মদতপুষ্ট শান্তিকামী গোষ্ঠীর। এর জবাব দেয়া হবে। তবে নানা স্তরে সেই জবাব দেয়া হবে।’

একইসাথে তিনি বলেছিলেন, ‘মধ্যপ্রাচ্যে আরো একটি যুদ্ধ তিনি চান না। কৌশলী আক্রমণ চালানো হবে অপরাধীদের ওপর। কিন্তু সরাসরি যুদ্ধে নামবে না আমেরিকা।’

হোয়াইট হাউসে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা মুখপাত্র জন কিরবি বলেছিলেন, ‘বহু স্তরীয় আক্রমণ চালানো হবে। সমস্ত কৌশল বাইডেনের উপস্থিতিতে তৈরি করা হচ্ছে।’

বুধবার হোয়াইট হাউস আবার জানিয়েছে, ‘৪৮ ঘণ্টা হয়ে যাওয়ার পরেও আক্রমণ হচ্ছে না মানে এই নয় যে আক্রমণ হবে না। দোষীদের শাস্তি দেয়া হবে। অতি শিগগিরিই দেয়া হবে। মূলত, এদিন আক্রমণকারীদের বিষয়ে আরো স্পষ্ট তথ্য দিয়েছে হোয়াইট হাউস।’

তাদের বক্তব্য, ‘ইরানের মদতে একাধিক শান্তিকামী গোষ্ঠী তৈরি হয়েছে। একই ছাতার তলায় তারা অবস্থান করছে। তারাই জর্ডানে মার্কিন ঘাঁটিতে আক্রমণের সাথে যুক্ত। তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে। ইরান এই গোষ্ঠীগুলোকে অস্ত্র দিয়ে সাহায্য করে বলে অভিযোগ।’

বিশেষজ্ঞদের বক্তব্য, ‘এই শান্তিকামী গোষ্ঠীগুলো ইসরাইল গাজা অভিযান শুরু করার পর সিরিয়া এবং ইরাকে মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করেছে। ওই জায়গাগুলোতে বার বার আক্রমণ চালানো হচ্ছে। এমনকি তারা জর্ডানেও আক্রমণ চালিয়েছে।’

এ দিকে, আমেরিকা বুধবার জানিয়েছে, ‘হাউছি যোদ্ধাদের একটি রকেট তারা ধ্বংস করেছে। অভিযোগ, ওই মিসাইলটি লঞ্চিং প্যাডে বসানো হচ্ছিল। আগাম খবর পেয়ে আমেরিকা সেখানেই মিসাইলটি ধ্বংস করেছে।’

অন্যদিকে, বুধবার রাতে সিরিয়ায় আক্রমণ চালিয়েছে ইসরাইলের যুদ্ধবিমান। সিরিয়ার সেনার বেশ কিছু সামরিক কাঠামো তারা ধ্বংস করেছে বলে ইসরাইল জানিয়েছে। সিরিয়া থেকে ইসরাইলে আক্রমণ চালানো হচ্ছিল বলে তাদের অভিযোগ।

সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
অতি গরমে স্কুল বন্ধ রাখার ব্যাপারে যা জানালেন শিক্ষামন্ত্রী ইসলামপুরে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আব্দুস সালাম চেয়ারম্যান নির্বাচিত দশমিনা ট্রাকচালককের হত্যা করে রড ছিনতাই : ২ দিনের রিমান্ডে শিক্ষক দূরদর্শনের লোগোর রং বদলে ‘গেরুয়া’ করা নিয়ে বিতর্ক মিরসরাইয়ে হিটস্ট্রোকে আওয়ামী লীগ নেতার মৃত্যু শিক্ষার্থীদের শাসনের ব্যাপারে শিক্ষকদের যে অনুমতি দিলো ভারতীয় হাইকোর্ট গাজা যুদ্ধে ব্যর্থতা : পদত্যাগ করছেন ইসরাইলি সেনাপ্রধান কুষ্টিয়াতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত নাইজেরিয়ায় স্থলমাইন বিস্ফোরণে ১১ মিলিশিয়া যোদ্ধা নিহত মুরাদনগরে বাস-সিএনজির সংঘর্ষে একজন নিহত, আহত ৩ পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে ১৫০০ কোটি টাকা

সকল