০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


সুদানের সংঘর্ষে মৃত বেড়ে ৮২২

সুদানের সংঘর্ষে মৃত বেড়ে ৮২২ - ছবি : সংগৃহীত

১৫ এপ্রিল থেকে শুরু হওয়া সুদানের সেনাবাহিনী এবং র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) আধাসামরিক গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৮২২ বেসামরিক লোক নিহত হয়েছে। মঙ্গলবার স্থানীয় চিকিৎসকরা এ তথ্য প্রকাশ করেছে।

তুর্কি গণমাধ্যম ইয়েনি সাফাকের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় চিকিৎসকরা এক বিবৃতিতে জানান, এ সহিংসতায় ৩ হাজার ২১২ জন আহত হয়েছে।

মিশর ও সাউথ সুদান এই বিরোধ মেটাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। মিশর ও সাউথ সুদানের প্রেসিডেন্ট নিজেদের মধ্যে ফোনে কথা বলেছেন। তাদের মতে, সুদানে উত্তেজনা কমানো জরুরি। না হলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। সেজন্যই তারা মধ্যস্থতা করতে চান।

এদিকে, বারবার যুদ্ধবিরতি চুক্তি সংঘাতের অবসান ঘটাতে এমনকি সহিংসতা হ্রাসেও ব্যর্থ হয়েছে। সুদানের রাজধানী খার্তুমের প্রত্যক্ষদর্শীরা ভয়েস অব আমেরিকাকে বলেছেন, তারা সোমবার শহরের কেন্দ্রস্থলে এবং এর আশপাশে নতুন করে বন্দুকযুদ্ধ এবং বিমান হামলার শব্দ শুনেছেন।

সুদানের নাগরিকরা আশা আর সংশয়ের মিশ্রণে জেদ্দায় আলোচনার দিকে তাকিয়ে আছেন।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটিজ সম্প্রতি বলেছে, তারা ২ লাখ মানুষকে সহায়তা প্রদানের উদ্দেশে সুদানিজ রেড ক্রিসেন্ট সোসাইটিকে সমর্থন করার জন্য একটি জরুরি আবেদন শুরু করেছে।
সূত্র : ইয়েনি সাফাক


আরো সংবাদ



premium cement
জ্বলছে সুন্দরবন, রাতে ছড়িয়ে পড়তে পারে আরো কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস, রাতে আরো ছড়িয়ে পড়তে পারে সুন্দরবনের আগুন রামুতে ৬০ লাখ টাকার ইয়াবাসহ ২ কারবারী আটক ৪০ ডিগ্রির নিচে নামল দেশের সর্বোচ্চ তাপমাত্রা তিন দিন ৩ ঘণ্টা করে শাহজালালে বন্ধ থাকবে ফ্লাইট ওঠানামা ‘২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলার রফতানি আয় করবে পোশাক শিল্প’ প্যারিসে গুলিতে একজন নিহত, বেশ ক’জন আহত ভৌগোলিক কারণে সিঙ্গাপুরের জন্য চট্টগ্রাম খুবই গুরুত্বপূর্ণ : হাই কমিশনার গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত শ্রদ্ধা-ভালোবাসায় বিদায় নিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী ফেনীতে চাঁদা না পেয়ে অপহরণ করে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪

সকল