২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


নাইজারের প্রথম নারী সাংবাদিক মারিয়ামা কিতার মৃত্যু

-

নাইজারের প্রথম নারী সাংবাদিক মারিয়ামা কিতা অসুস্থতাজনিত কারণে ৭২ বছর বয়সে সোমবার ইন্তেকাল করেছেন। তার পরিবার ও স্থানীয় সংবাদমাধ্যম একথা জানায়। খবর এএফপি’র।

এ নারী সাংবাদিকের ঘনিষ্ঠ আত্মীয় ইব্রাহিম মুসা তার ফেসবুকে লিখেছেন, ‘আমরা এই মাত্র মারিয়ামা কিতার মৃত্যুর খবর পেয়েছি। তিনি ছিলেন নাইজারের সাংবাদিকতা জগতের মধ্যমণি।’

যোগাযোগ মন্ত্রণালয়ের টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, কিতা সোমবার তুরস্কে ইন্তেকাল করেন। এছাড়া স্থানীয় বিভিন্ন টেলিভিশন কেন্দ্র তার মৃত্যুর খবর গুরুত্ব সহকারে প্রচার করে। খবরে বলা হয়, ‘দীর্ঘদিন ধরে অসুস্থতার পর তিনি মারা গেলেন।’

রাজধানী নিয়ামিতে ১৯৪৬ সালে জন্মগ্রহণ করা কিতা নাইজারের সরকারি বেতার কেন্দ্র ভোয়িক্স দু সাহেলের পরিচালক ছিলেন। সেখানে তিনি একজন সম্পাদক ও উপস্থাপক হিসেবে কাজ শুরু করেন।

২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি নাইজারের গণমাধ্যম আইন বিষয়ক কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।

কিতা সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন। তিনি কো-অর্ডিনেশন অব নাইজার উইমেন্স এনজিও’স অ্যান্ড অ্যাসোসিয়েশনের নেতৃত্ব দেন।


আরো সংবাদ



premium cement