২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


এএসপি হলেন ১৯ পুলিশ পরিদর্শক

এএসপি হলেন ১৯ পুলিশ পরিদর্শক - ছবি : সংগৃহীত

বিসিএস (পুলিশ) ক্যাডারভুক্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি পেয়েছেন পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার ১৬ কর্মকর্তা। একইসাথে পরিদর্শক (শহর ও যানবাহন) পদমর্যাদার ৩ কর্মকর্তাকেও একই পদে পদোন্নতি দেয়া হয়।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব মো: মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ক্যাডারভুক্ত এ পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যোগদানপত্র পাঠাবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

পদোন্নতি প্রাপ্তরা হলেন- পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো: মোশারফ হোসেন তরফদারকে টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয়ে, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) কে এম ফিরোজ আল জালালকে ঢাকার বিশেষ শাখায়, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো: মোসাব্বেরুল হককে নৌ-পুলিশে, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এমআর শওকত আনোয়ার ইসলামকে পটুয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আবু মো: ফজলুল করিমকে বিশেষ শাখা, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো: ওহেদুজ্জামানকে অপরাধ তদন্ত বিভাগে, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো:আনিছুল হককে বিশেষ শাখায়, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো: বশির আহম্মেদ খানকে নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো: নাসির উদ্দিন মন্ডলকে বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ে, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আবদুল কাদির ভূইয়া কে বিশেষ শাখায়, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ জাহাঙ্গির আলমকে ঢাকার বিশেষ শাখায়, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো: মনিরুল ইসলামকে কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ে, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আবদুল্লাহ মওদুদকে ঢাকার বিশেষ শাখায়, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো: নুরুল আমিনকে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন-২, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো: আনিছুর রহমানকে বিশেষ শাখায়, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো: আনোয়ার হোসেন খানকে ঢাকার রেঞ্জ ডিআইজি অফিসে।

যানবাহন শাখার পদোন্নতি পেলেন যারা- পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো:আবুল কালাম আজাদকে মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো: আব্দুল লতিফকে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো: সেলিম খানকে ঢাকা মেট্রো পলিটন পুলিশে।


আরো সংবাদ



premium cement