০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


দুই মাসের মধ্যে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে নিবন্ধন নেয়ার নির্দেশ

ই-কমার্স-বাণিজ্য মন্ত্রণালয়-প্রধানমন্ত্রী শেখ হাসিনা
দুই মাসের মধ্যে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে নিবন্ধন নেয়ার নির্দেশ দিয়েছে সরকার। - ছবি : সংগৃহীত

মন্ত্রিপরিষদের একটি নির্দেশনা অনুসারে, সমস্ত ই-কমার্স প্রতিষ্ঠানকে আগামী দুই মাসের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে নিবন্ধিত হতে বলা হয়েছে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশ দেয়া হয়। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি এই বৈঠকে অংশ নেন। এ সময় বাংলাদেশ সচিবালয় থেকে মন্ত্রিসভার অন্য সদস্যরাও বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, মন্ত্রিপরিষদ নির্দেশনা জারি করেছে যে আগামী দুই মাসের মধ্যে সব ই-কমার্স প্রতিষ্ঠানকে নিবন্ধন করতে হবে।

নির্দেশনায় আরো বলা হয়েছে, ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশ ব্যাংকে সিকিউরিটি মানি জমা দিতে হবে।

এছাড়া বৈঠকে ই-কমার্স কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির জন্য মন্ত্রিসভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যাপক প্রচারণা চালাতে বলা হয়েছে।


আরো সংবাদ



premium cement