০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৪২তম ব্যাচের যুগপূর্তি উৎসব অনুষ্ঠিত

-

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৪২তম ব্যাচের যুগপূর্তি উৎসব এবং মিলনমেলা সম্প্রতি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে জিরো পয়েন্ট থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে সমাজবিজ্ঞান অনুষদে গিয়ে শেষ হয়।পরে কুরআন তিলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা আরম্ভ হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. শিরিন আখতার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চবি প্রক্টর প্রফেসর ড. এস এম মনিরুল হাসান, ছাত্র উপদেষ্টা প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ, ব্যাচ ৪২ চবির সভাপতি আরাফাত উল করিম, যুগপূর্তি উৎসবের আহ্বায়ক মো: আবদুল্লাহ আল ফারুক চৌধুরী, সদস্য সচিব মো: আবু তৈয়ব সুমন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ৪২তম ব্যাচের সাধারণ সম্পাদক মো: আরিফ উল্লাহ। দুপুরে স্মরণিকা উন্মোচন এবং কেক কাটার মাধ্যমে সকালের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়। বিকেলে এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এতে পারফর্ম করেন ব্যান্ড দল অনুশীলন, তীরন্দাজ ও ওয়ারফেজ। সাংস্কৃতিক অনুষ্ঠানের বিরতিতে ছিল আকর্ষণীয় র্যাফল ড্র। রাত ৮.৩০ মিনিটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আরো সংবাদ



premium cement