২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


চট্টগ্রামে ড্যাবের চিকিৎসক সমাবেশে ডা: ফরহাদ হালিম সরকার বিনা চিকিৎসায় খালেদা জিয়াকে কারাগারে অন্তরীণ রেখেছে

-

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক উপকমিটি আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক চিকিৎসক সমাবেশ ও মতবিনিময় সভা গত মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে অধ্যাপক ডা: মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ড্যাব কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা: ফরহাদ হালিম ডোনার। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা: শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ডা: ওবায়দুল করিম খান ও কোষাধ্যক্ষ ডা: মহিউদ্দিন ভূঁইয়া মাসুম। বক্তব্য রাখেন অধ্যাপক ডা: হারুন আল রশিদ, ডা: জহিরুল ইসলাম শাকিল, ডা: খুরশিদ জামিল চৌধুরী, ডা: সাইফুদ্দিন নিছার আহমেদ তুষান, ডা: মাজাহারুল ইসলাম দোলন, ডা: মোহাম্মদ আব্বাছ উদ্দিন, ডা: এস এম সরওয়ার আলম, ডা: মো: আমান উল্লাহ মেহেদী, ডা: সরকার মাহবুব আহমেদ শামীম, ডা: হাসনাত আহসান সুমন, ডা: গাজী মো: শাহীন, ডা: ইফতেখারুল ইসলাম, ডা: মো: ইমরোজ উদ্দিন, ডা: মো: ঈসা চৌধুরী, ডা: ইফতেখার মো: আদনান, ডা: গালিব হাসান, ডা: শাকিলুর রশিদ, ডা: লুসি খান, ডা: খোরশেদুল আলম, ডা: আরফান খান নিবিড়, ডা: মহিউদ্দিন, ডা: সাগর আজাদ, ডা: জাহিদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ডা: ফরহাদ হালিম ডোনার বলেন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে (ড্যাব) শক্তিশালী করার লক্ষ্যে আমরা চট্টগ্রাম থেকেই এই মহান স্বাধীনতা দিবসের চিকিৎসক সমাবেশের মাধ্যমে পুনর্গঠনের উদ্যোগ নিয়েছি। দেশের কোনো মানুষই এই সরকারের অধীনে নিরাপদ নয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় কারাগারে অন্তরীণ রেখেছে। চিকিৎসক সমাজকে জেগে উঠতে হবে এবং ঐক্যবদ্ধ হতে হবে। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রধান বক্তা ডা: শাহাদাত হোসেন বলেন, এই মাস স্বাধীনতার মাস। মহান স্বাধীনতার এই মাসেই ২৬ মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে বীর বাঙালিরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে স্বাধীন দেশ পেলেও ৪৭ বছরে আমরা এখনো স্বৈরাচার সরকারের শিকলে বন্দী। স্বাধীনতার ঘোষকের স্ত্রী ও তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উচ্চ আদালতে জামিন দেয়ার পরও সরকারের নির্দেশে একের পর এক মিথ্যা মামলা দিয়ে বিনা চিকিৎসায় কারাগারে বন্দী করে রেখেছে।


আরো সংবাদ



premium cement
হামাসকে যুদ্ধবিরতি নিয়ে ইসরাইলি প্রস্তাব বিবেচনার আহ্বান যুক্তরাজ্যের প্রথমবারের মতো সিরি-এ ম্যাচে ছিলেন সব নারী রেফারি ফেনীতে তাপদাহে তৃষ্ণা মেটাতে শিবিরের পানি-স্যালাইন বিতরণ ২৯ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশে যাদের ইলমে দীন অর্জনের সৌভাগ্য হয়েছে, তারাই প্রকৃত ধনী ৩৩ ইসরাইলির মুক্তির বিনিময়ে গাজায় ৪০ দিনের অস্ত্রবিরতির প্রস্তাব ইসরাইলের ‘টেকসই প্রস্তাব’ কী হবে হামাসের প্রতিক্রিয়া উইলিয়ামসনের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের রাত ১১টার মধ্যে রাস্তার পাশের চায়ের দোকান বন্ধের নির্দেশ ডিএমপির ব্যাংক একীভূত করার প্রক্রিয়া কি হোঁচট খেল? ফেনীতে শিবিরের পানি-স্যালাইন বিতরণ

সকল