১৬ মে ২০২৪, ০২ জৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলকদ ১৪৪৫
`


চট্টগ্রামে ড্যাবের চিকিৎসক সমাবেশে ডা: ফরহাদ হালিম সরকার বিনা চিকিৎসায় খালেদা জিয়াকে কারাগারে অন্তরীণ রেখেছে

-

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক উপকমিটি আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক চিকিৎসক সমাবেশ ও মতবিনিময় সভা গত মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে অধ্যাপক ডা: মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ড্যাব কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা: ফরহাদ হালিম ডোনার। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা: শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ডা: ওবায়দুল করিম খান ও কোষাধ্যক্ষ ডা: মহিউদ্দিন ভূঁইয়া মাসুম। বক্তব্য রাখেন অধ্যাপক ডা: হারুন আল রশিদ, ডা: জহিরুল ইসলাম শাকিল, ডা: খুরশিদ জামিল চৌধুরী, ডা: সাইফুদ্দিন নিছার আহমেদ তুষান, ডা: মাজাহারুল ইসলাম দোলন, ডা: মোহাম্মদ আব্বাছ উদ্দিন, ডা: এস এম সরওয়ার আলম, ডা: মো: আমান উল্লাহ মেহেদী, ডা: সরকার মাহবুব আহমেদ শামীম, ডা: হাসনাত আহসান সুমন, ডা: গাজী মো: শাহীন, ডা: ইফতেখারুল ইসলাম, ডা: মো: ইমরোজ উদ্দিন, ডা: মো: ঈসা চৌধুরী, ডা: ইফতেখার মো: আদনান, ডা: গালিব হাসান, ডা: শাকিলুর রশিদ, ডা: লুসি খান, ডা: খোরশেদুল আলম, ডা: আরফান খান নিবিড়, ডা: মহিউদ্দিন, ডা: সাগর আজাদ, ডা: জাহিদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ডা: ফরহাদ হালিম ডোনার বলেন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে (ড্যাব) শক্তিশালী করার লক্ষ্যে আমরা চট্টগ্রাম থেকেই এই মহান স্বাধীনতা দিবসের চিকিৎসক সমাবেশের মাধ্যমে পুনর্গঠনের উদ্যোগ নিয়েছি। দেশের কোনো মানুষই এই সরকারের অধীনে নিরাপদ নয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় কারাগারে অন্তরীণ রেখেছে। চিকিৎসক সমাজকে জেগে উঠতে হবে এবং ঐক্যবদ্ধ হতে হবে। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রধান বক্তা ডা: শাহাদাত হোসেন বলেন, এই মাস স্বাধীনতার মাস। মহান স্বাধীনতার এই মাসেই ২৬ মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে বীর বাঙালিরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে স্বাধীন দেশ পেলেও ৪৭ বছরে আমরা এখনো স্বৈরাচার সরকারের শিকলে বন্দী। স্বাধীনতার ঘোষকের স্ত্রী ও তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উচ্চ আদালতে জামিন দেয়ার পরও সরকারের নির্দেশে একের পর এক মিথ্যা মামলা দিয়ে বিনা চিকিৎসায় কারাগারে বন্দী করে রেখেছে।


আরো সংবাদ



premium cement
তুরস্কের কায়সেরি উচ্চতর ইসলামী গবেষণা কেন্দ্রে ইফতা বিভাগে প্রথম বাংলাদেশের আমিনুল রাহুল গান্ধীর সম্পত্তি ২০ কোটি, সস্ত্রীক অমিত শাহর ৬৫ কোটি ডেঙ্গু রোগীর বাড়িসহ আশপাশে সচেতনতা জোরদারের তাগিদ মেয়র আতিকুলের নিউক্যাসলকে হারিয়ে ইউরোপের আশা টিকিয়ে রাখলো ইউনাইটেড জীবননগরে কাঠপট্টিতে আগুনের ঘটনায় গ্রেফতার ২ ফারাক্কা বাঁধের প্রতিবাদ এসেছিল পশ্চিমবঙ্গ থেকেও! ডোনাল্ড লু’র বক্তব্যের পর মির্জা ফখরুলের কথার মূল্য নেই : কাদের বাগাতিপাড়া সাবেক স্ত্রীর করা মামলায় স্বামী গ্রেফতার প্রিমিয়ার লিগে ‘ভিএআর’ বাদ দেয়ার প্রস্তাব ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাসে আগুন বরগুনায় চাঁদা না দিলে বিধবা নারীকে হত্যার হুমকি

সকল