০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


অলৌকিকভাবে বেঁচে ফিরলো নবজাতকটি (ভিডিও)

ধ্বংসস্তুপ থেকে বের করে আনা হচ্ছে শিশুটিকে - সংগৃহীত

রাশিয়ার উদ্ধারকর্মীরা দেশটির একটি ধসে পড়া অ্যাপার্টমেন্ট ভবন থেকে মঙ্গলবার এক নবজাতক শিশুকে জীবিত উদ্ধার করেছে। ছেলে শিশুটি শূন্যের নিচে তামপাত্রার মধ্যে পুরো একটি রাত কাটায়।

গ্যাস বিস্ফোরণে ওই ভবন ধসে পড়ে কমপক্ষে নয়জন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন ভবনটির আরো বেশ কয়েকজন বাসিন্দা।

কর্তৃপক্ষ জানায়, ১০ মাস বয়সী শিশুটির নাম ইভান ফোকিনে। তাকে হাসপাতালে চিকিৎসাধীন তার মায়ের কাছে নিয়ে যাওয়া হয়েছে।

রাশিয়ার জরুরি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘নববর্ষের অলৌকিকতা প্রকাশ পেয়েছে!’
মস্কো থেকে এক হাজার সাত শ’ কিলোমিটার পূর্বে মাগনিতোগোরস্ক শিল্প নগরীতে এই মর্মান্তিক ভবনধসের ঘটনাটি ঘটে।

বিবৃতিতে আরো বলা হয়, ‘শিশুটির মা জীবিত আছেন। তিনি হাসপাতলে তার সন্তানকে চিনতে পেরেছেন।’

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শিশুটিকে ‘অত্যন্ত গুরুতর’ অবস্থায় মস্কোর একটি হাসপাতালে পাঠানো হয়েছে। প্রচণ্ড ঠাণ্ডায় তার শরীরে অঙ্গগুলো প্রায় অবশ হয়ে গেছে, সে মাথায় ও পায়ে একাধিক স্থানে আঘাত পেয়েছে। তাকে বিশেষ চিকিৎসার জন্য মস্কোর একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

গ্যাস বিস্ফোরণে এই ভবনে ধসে এখনো পর্যন্ত নয়জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো ৩২ জন। গ্যাস সংযোগের ছিদ্র থেকে এ বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণে ভবনের একাংশ ধসে যায়। ভবনটিতে ৪৮টি অ্যাপার্টমেন্টে বাসিন্দার সংখ্যা ১২০।

মাগনিতোগোস্ক শহরটি পার্বত্য অঞ্চলে অবস্থিত। দিনের বেলাতেই এই শহরে মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে।

চেলিয়াবিনস্কের আঞ্চলিক গভর্নর বোরিস দুব্রোভস্কি বলেন, ‘উদ্ধারকর্মীরা শিশুটির কান্নার আওয়াজ শুনতে পান।’

তিনি বলেন, ‘শিশুটি একটি দোলনায় ছিল।’

দেখুন শিশুটিকে উদ্ধার করার সেই ভিডিও-


আরো সংবাদ



premium cement