২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


ভেনিজুয়েলা ইস্যুতে যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা এরদোগানের

সোমবার তুরস্ক-ভেনিজুয়েলা ব্যবসায়িক ফোরামে বক্তব্য দেন প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান - সংগৃহীত

ভেনিজুয়েলার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের কঠোর সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। এসময় তিনি কারাকাসের সাথে আঙ্কারার দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক জোরদার করারও অঙ্গীকার ব্যক্ত করেন।

ভেনিজুয়েলার বিরুদ্ধে মার্কিন আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিষয়ে প্রেসিডেন্ট এরদোগান বলেন,‘আন্তর্জাতিক বাণিজ্যের নিয়ম-নীতি ভঙ্গ করে এমন কোনো পদক্ষেপকে আমরা মেনে নিতে পারি না।’

গত সোমবার ভেনিজুয়েলা সফরের সময় রাজধানী কারাকাসে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সাথে বৈঠকের পর ব্যবসায়ীদের এক ফোরামে বক্তব্য রাখার সময় তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান এই কথা বলেন।

প্রেসিডেন্ট এরদোগান এমন এক সময় এই কথা বললেন যখন ওয়াশিংটনের সাথে আঙ্কারার সম্পর্কে উত্তেজনা ও টানাপোড়েন চলছে।

বক্তব্যে প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান আরো বলেন, পুরো জাতিকে শাস্তি দিয়ে রাজনৈতিক সমস্যার সমাধান করা যায় না।

এ সময় নিকোলাস মাদুরোকে বন্ধু আখ্যা দিয়ে এরদোগান বলেন, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট কয়েকটি দেশের পক্ষ থেকে হামলা মোকাবেলা করছেন। তবে এ ধরনের হুমকির মুখেও আঙ্কারা ভেনিজেুয়েলার সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার জন্য কাজ করবে। এজন্য সব রকমের চেষ্টা চলছে বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement