২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

স্টিয়ারিংয়ে হনুমান : বাস চালক বরখাস্ত (ভিডিও)

ভারত
ভিডিও ফুটেজ : বাস ‘চালাচ্ছে’ হনুমান - ছবি: সংগৃহীত

ভারতের কর্ণাটকে হনুমানকে বাস ‘চালাতে’ দেয়ার অপরাধে একজন চালককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বাসের যে ৩০ জনের মতো যাত্রী ছিলেন, তারা কোনো অভিযোগ করেননি।

কিন্তু বাসের স্টিয়ারিং হনুমানের হাতে তুলে দেয়ার ভিডিও ফুটেজটি প্রকাশ হয়ে পড়লে বাস কোম্পানি সাথে সাথেই ব্যবস্থা নেয়।

কোম্পানির একজন মুখপাত্র বলেন, ‘বানরকে স্টিয়ারিং তুলে দিয়ে’ যাত্রীদের নিরাপত্তা হুমকির মুখে ফেলা হয়েছিল।

কিন্তু সোশ্যাল মিডিয়াতে হনুমানের বাস ‘চালানোর’ ভিডিওটি দেখার পর বাস কোম্পানির দেয়া শাস্তির প্রতি সমর্থন দেখাননি বহু মানুষ।

টুইটারে পরাগ হেদা নামে একজন লিখেছেন, ‘চমৎকার। কেন সাসপেন্ড করা হলো? তাকে সাবধান করে ছেড়ে দেয়া যেত।’

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একজন যাত্রী হনুমানটিকে নিয়ে বাসে ওঠেন। কিন্তু অন্য কোথাও না বসে হনুমানটি সোজা চালকের সামনে গিয়ে বসে।

চালক এম প্রকাশ ততটা না ভেবে তার নতুন বন্ধুকে স্টিয়ারিং হুইলের ওপর বসিয়ে দেন।

তবে বলতেই হবে যে, চালক এম প্রকাশের একটি হাত সবসময় স্টিয়ারিং ওপরেই ছিল।

হনুমানটিরও তীক্ষ্ণ একাগ্র নজর ছিল রাস্তার ওপর।

জানা গেছে, গন্তব্যে পৌঁছে ‘চালক’ হনুমান প্রকাশের হাতে স্টিয়ারিংয়ের দায়িত্ব বুঝে দিয়ে নেমে যায়।

ভিডিওতে দেখুন হনুমানের বাস ‘চালানো’র চিত্র:

সূত্র : বিবিসি

দেখুন:

আরো সংবাদ



premium cement
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইতিহাস গড়ল নেপাল, সতর্ক সংকেত বাংলাদেশের জন্যও গুচ্ছ ভর্তি পরীক্ষা : ১ মে ‘এ' ইউনিটের ফল, ১ আগস্টে ক্লাস শুরু শায়েস্তাগঞ্জে নদীতে গোসলে নেমে এক ভাইয়ের মৃত্যু, নিখোঁজ আরেকজন রোববার থেকে চট্টগ্রামে ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘটের ডাক পাকুন্দিয়ায় ইউপি চেয়ারম্যানসহ আসামি ৫২, গ্রেফতার ৪ জাল ভোট হলে তাৎক্ষণিক সেই কেন্দ্রের ভোট বন্ধ : ইসি আহসান হাবিব রাবিপ্রবিতে‘এ’ ইউনিটের গুচ্ছভর্তি পরীক্ষায় উপস্থিতি ৭৭.৩৯ শতাংশ রাজধানীর জুড়ে ইসতিসকার নামাজ আদায় নাগরপুরে তীব্র তাপদাহে হাসপাতালে রোগীর চাপ বাড়ছে উপজেলা নির্বাচন : নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের যে শর্তের কথা জানালেন রিজভী গুচ্ছের বিজ্ঞান বিভাগে সারাদেশে শিক্ষার্থীদের উপস্থিতি ৯০ শতাংশ

সকল