২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

দলে পরিবর্তনের আভাস জেমির

-

বিপলু আহমেদ সুস্থ হয়ে মাঠে ফিরেছেন। গতকাল তিনি খেলেছেন বসুন্ধরা কিংসের জার্সি গায়ে। টুটুল হোসেন বাদশা ফিট হয়ে আবাহনীর হয়ে খেলেছেন। এএফসি কাপে তার পারফরম্যান্স ছিল নজরকাড়া। মার্চে বাংলাদেশের দুই বিশ্বকাপ বাছাই ম্যাচের জন্য সুসংবাদ এই দুই ফুটবলারের মাঠে নামাটা। তবে জনি, মতিন মিয়ারা এখনো সুস্থ হননি। ভালো সময় যাচ্ছে না আরো কয়েকজনের। ক্লাব দলে খেলার সুযোগ হচ্ছে না। তাই আফগানিস্তান এবং কাতারের বিপক্ষে ম্যাচের জন্য যে জাতীয় দল ডাকা হবে সে দলে বঙ্গবন্ধু গোল্ডকাপে খেলা দলের সাথে কিছু পরিবর্তন আসতে পারে। এমন তথ্যই দিলেন কোচ জেমি ডে। তবে ক’দিন আগে ছুটি কাটিয়ে আসা এই ইংলিশ আবার ছুটিতে যাচ্ছেন। উয়েফা প্রো লাইসেন্স কোর্স করতে ২৮ ফেব্রুয়ারি যাবেন তিনি। ফিরবেন ৪ মার্চ। অবশ্য আজ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত কোনো খেলা নেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে। এই সুযোগই কাজে লাগাতে চান জেমি ডে। উল্লেখ্য, বঙ্গবন্ধু গোল্ডকাপের পর ইংল্যান্ডে গিয়ে ২০ ফেব্রুয়ারি ঢাকায় এসেছিলেন তিনি।
এবারের লিগের সব ম্যাচ দেখা হয়নি তার। ১৬ খেলার মধ্যে ছয়টি। তবে গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে দেখেছেন বসুন্ধরা কিংস ও ব্রাদার্স ইউনিয়নের ম্যাচ। কোচ জানান, ‘কয়েকজনের খেলা আমার নজরে পড়েছে। এদের একজন বাবলু। আরো কয়েক ম্যাচ দেখব। এরপর সিদ্ধান্ত।’ জেমির আশাবাদ, এখনো বেশ কিছু দিন সময় আছে। এই সময়ে সুস্থ হয়ে উঠবেন ইনজুডরা।


আরো সংবাদ



premium cement