২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

টেস্টে উন্নতির সুযোগ দেখছেন মুমিনুল

-

ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার অ্যাশেজ সিরিজ দিয়ে শুরু হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। আইসিসির নতুন কাঠামোয় র্যাঙ্কিংয়ের সেরা ৯টি দেশ নিজেদের মধ্যে ধারাবাহিকভাবে আগামী দুই বছর সাদা পোশাকে লড়বে। বাংলাদেশ খেলবে ১৪টি ম্যাচ। টানা খেলতে পারলে ক্রিকেটের অভিজাত সংস্করণে উন্নতির সুযোগ দেখছেন মুমিনুল হক, ‘ম্যাচ না খেললে একরকম, কিন্তু খেললে পারফর্ম করার সুযোগ বাড়বে। ফলাফল ভালো করার সুযোগ থাকে। দলকে ভালো একটি অবস্থানে নিয়ে যাওয়ার সুযোগ থাকে, সুযোগ থাকে রথ্যাঙ্কিংয়ে ওপরের দিকে যাওয়ারও। এ দিক দিয়ে চিন্তা করলে আমার মনে হয় এটি খুব ভালো একটি সুযোগ।’
লঙ্কান কোচ চন্দিকা হাথুরাসিংহের সময়ে ক্রিকেটারদের নিয়ে একটি প্রিয়-অপ্রিয় বিষয় ছিল। সাবেক এই কোচের প্রিয় ক্রিকেটারদের তালিকা যেমন ছিল, তেমনি অপ্রিয়দের তালিকাও ছিল। অপ্রিয়দের একজন ছিলেন মুমিনুল হক। যিনি বাংলাদেশের টেস্ট স্কোয়াডের নিয়মিত মুখ হলেও হাথুরাসিংহের সময়ে বারবার অবহেলিত হয়েছেন। হাতুরাসিংহের আমলের পর শেষ হয়েছে ইংলিশ কোচ স্টিভ রোডসের যুগও। এবার বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন দক্ষিণ আফ্রিকার রাসেল ডমিঙ্গো।
নতুন কোচের আমলে সুযোগ পাওয়া কতটা কঠিন মনে করছেন মুমিনুল? কারণ শুধু টেস্ট ক্রিকেটেই নিয়মিত তিনি। বছরে এত কমসংখ্যক ম্যাচ খেলে ফিটনেস ধরে রাখা কিংবা সুযোগ পাওয়া স্বাভাবিকভাবেই কঠিন। অবশ্য মুমিনুল হক বিষয়টিকে ভিন্ন দৃষ্টিতে দেখছেন। তার মতে, ফিটনেস আর পারফরম্যান্স ধরে রাখলে কোচ যেমনই হোক সুযোগ পাওয়া সম্ভব, ‘আমার মতে কোচ কী চাচ্ছেন সেটি নিয়ে চিন্তা না করাটাই ভালো। তার চেয়ে নিজের কাজ ঠিকভাবে করলেই হয়। যেমন আপনি যদি ফিটনেসের দিক দিয়ে বা ব্যাটিং-বোলিংয়ে ভালো করেন তাহলে দুনিয়ার যত ভালো কোচ হোক বা যত খারাপ কোচ হোকÑ আপনাকে এমনিতেই দলে নেবেন। তাই সবার আগে নিজের ফিটনেস ও পারফরম্যান্স ঠিক রাখাই আসল।’
সদ্য বাংলাদেশ দলের দায়িত্ব উঠেছে রাসেল ডমিঙ্গোর কাঁধে। দুই দিনে নতুন কোচকে কেমন দেখলেন। জানতে চাইলে মুমিনুল বলেন, ‘এখনো সেভাবে কথা হয়নি। মাঠের টেকনিক্যাল কোনো বিষয়েও কথা হয়নি। টুকটাক পরিচয় হয়েছি মাত্র। আশা করি, আরো কথা হবে। দেখা যাক পরে কী হয়।’
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ দলের ক্ষমতা নিয়ে কোনো সন্দেহ নেই। যেকোনো কন্ডিশনে যেকোনো দলকে হারানোর সক্ষমতা রাখেন সাকিব-তামিমরা। কিন্তু টেস্টে ঠিক উল্টো অবস্থা। সব কিছুতেই পিছিয়ে। সারা বছরে খুব একটা টেস্ট খেলার সুযোগ পায় না বাংলাদেশ। বড় দলগুলোও বাংলাদেশের বিপক্ষে টেস্ট নিয়ে আগ্রহী নয়। তাতে এই সংস্করণে দিন দিন পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ দল। সে কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নেয়াকে বিশেষভাবে দেখছেন মুমিনুল হক। টেস্ট চ্যাম্পিয়নশিপের মাধ্যমে টেস্টে বাংলাদেশের ফোকাস আরো বাড়বে বলে মনে করছেন বাঁ হাতি এই ব্যাটসম্যান, ‘আমার মনে হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপ হওয়াতে আমাদের দেশের জন্য অনেক ভালো হয়েছে। বিশেষ করে টেস্ট ক্রিকেটের জন্য ভালো হয়েছে। ব্যক্তিগতভাবে আমি খুব খুশি। টেস্ট ক্রিকেটে আমাদের দেশকে ওভাবে ফোকাস করা হয় না। সে চিন্তা করলে খুবই ভালো হয়েছে। এখন বাংলাদেশ ফোকাসে থাকবে। ম্যাচ খেললে পারফর্ম করার সুযোগ বাড়বে। ফলাফল ভালো করার সুযোগ থাকে, দলকে ভালো একটি অবস্থানে নিয়ে যাওয়ার সুযোগ থাকে। তা ছাড়া রথ্যাঙ্কিংয়ে উপরের দিকে যাওয়ারও সুযোগ থাকে। এ দিক দিয়ে এটি খুব ভালো একটি সুযোগ।’

 


আরো সংবাদ



premium cement
সাহারা মরুভূমির গরমের মতো অনুভূত হচ্ছে : সরকারকে দায়ী করে রিজভী মধুখালীর পঞ্চপল্লীতে ২ ভাইকে হত্যার প্রতিবাদে সমাবেশ শ্রীলঙ্কাভিত্তিক এয়ারলাইন্স ফিটসএয়ারের ঢাকা-কলম্বো সরাসরি ফ্লাইট চালু রোহিঙ্গা ইস্যুতে একসাথে কাজ করবে ঢাকা-ব্যাংকক : পররাষ্ট্রমন্ত্রী ইসরাইলি হামলায় আহত শিশুর মুখে ২০০ সেলাই বিষখালীতে মৎস্য বিভাগের অভিযান : জেলে নিখোঁজ, আহত ২ দক্ষিণ এশিয়ার যে শহরগুলোর তাপমাত্রা এখন সর্বোচ্চ গাজীপুরে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে অটোরিকশার ধাক্কায় হতাহত ৫ চৌগাছায় সিদ কেটে স্বর্ণের দোকানে চুরি দুর্নীতির মামলায় কৃষিমন্ত্রীকে আটক করল ইউক্রেন মোরেলগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যা

সকল