১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলকদ ১৪৪৫
`


সত্যিকারের যোদ্ধা সাকিব!

-

সাকিবের অবিশ্বাস্য উন্নতিতে বিম্মিত বাংলাদেশের সাবেক লেগ স্পিনার আব্দুর রাজ্জাক। টাইগার অলরাউন্ডারের বিশ্বকাপ বাজিমাতে সদ্য সমাপ্ত আইপিএলের বেশির ভাগ সময় বেঞ্চে বসে কাটানো ‘এক্স ফ্যাক্টর’ ভূমিকা রেখেছে বলেও জানান সাবেক সুপারস্টার। আইসিসির ক্রিকেট ওয়েবসাইটে খেলা কলামে এই অভিমত ব্যক্ত করেন রাজ্জাক। তিনি বলেন, ‘সাকিব যা করছেন তা সত্যিই অসাধারণ। অবাক করার মতো ব্যাটিং।’
আইসিসির বিশ্বকাপ ইতিহাসে নতুন দুটি রেকর্ডের অধ্যায় রচনা করেছেন সাকিব। প্রথম ক্রিকেটার হিসেবে এক টুর্নামেন্টে ৪০০ রান ও ১০ উইকেট শিকারের কৃতিত্ব গড়েছেন টাইগার অলরাউন্ডার।
ওয়ানডের সর্বোচ্চ আসরে ১০০০ হাজার রানের পাশাপাশি ৩০ বা ততোধিক উইকেট নেয়ার নজিরও রচনার কৃতিত্ব যোগ হয়েছে তার ক্যারিয়ারে। ইংলিশ বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক তালিকার তিন নম্বরে রয়েছেন সাকিব। ৬ ইনিংসে টাইগার সুপারস্টারের সংগ্রহ ৪৭৬ রান। তার আগে রয়েছে ওয়ার্নার ও ফিঞ্চ।
সদ্য-সমাপ্ত আইপিএলের বেশির ভাগ সময় দর্শক বেঞ্চে বসে কাটান সাকিব। সানরাইজার্সের টিম কম্বিনেশন সমীকরণে একাদশের বাইরে থাকতে হয়েছে টাইগার সুপারস্টারকে। রাজ্জাক বলেন, ‘সাকিবের উন্নতিতে মূখ্য ভূমিকা রেখেছে সানরাইজার্সের একাদশে সুযোগ না পাওয়ার যন্ত্রণা। তবে বিষয়টিকে পজেটিভ হিসেবে ধরে নিয়ে কঠোর অনুশীলনের পথ বেছে নেয়ার সুফল ক্রিকেটের সর্বোচ্চ আস বিশ্বকাপে পাচ্ছেন সাকিব।’
ওয়ানডের অলরাউন্ডার র্যাংকিংয়ের শীর্ষস্থানে থাকা সাকিবের মধ্যে বিশ্বসেরা ব্যাটসম্যান হিসেবে উদ্ভাসিত হওয়ার মতো প্রতিভা রয়েছে বলেও জানান রাজ্জাক। সাবেক ওয়ানডে অধিনায়ক মুশফিকুর রহমানকে যোদ্ধা বলে আখ্যায়িত করেছেন বাংলাদেশের সাবেক স্পিন সুপারস্টার।
রাজ্জাক বলেন, ‘অসাধারণ একজন অলরাউন্ডার সাকিব। তবে বিশ্বের শ্রেষ্ঠ ব্যাটসম্যান হয়ে ওঠার মতো প্রতিভাও তার মধ্যে রয়েছে। মুশফিক ও সাকিব সত্যিকারের যোদ্ধা। তারা দুজনই স্মার্ট ক্রিকেটার।’ সাকিবের পাশাপাশি মুশফিকও বাংলাদেশের জার্সিতে দুর্দান্ত নৈপুণ্যে উদ্ভাসিত হয়েছেন চলমান বিশ্বকাপে। ৬ ইনিংসে তার সংগ্রহ ৩২৭ রান। দুটি ফিফটির পাশাপাশি সেঞ্চুরি করেছেন ১ ম্যাচে। দ্বিতীয় বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে ১ হাজার রানের রেকর্ড স্পর্শে মুশফিকের প্রয়োজন আর ১৬০ রান।


আরো সংবাদ



premium cement
থাইল্যান্ডে এ বছর হিটস্ট্রোকে ৬১ জন প্রাণ হারিয়েছে : সরকার নির্বাচন শেষ হলে আরো সত্য ঘটনা সামনে আসবে, ধর্ষণের অভিযোগ প্রসঙ্গে শাহজাহান রাণীনগরে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪ যান্ত্রিক ত্রুটি নিয়ে চট্টগ্রামে জরুরি অবতরণ, প্রাণে বাঁচলেন ৭ ক্রুসহ ১৯১ যাত্রী ভূরুঙ্গামারীতে ভটভটিতে উঠতে গিয়ে শিশু নিহত প্রতিটি মানুষকে অর্থনৈতিকভাবে স্বচ্ছল করতে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী দুমকীতে হত্যা মামলার আসামি বাবা-ছেলে গ্রেফতার ১২ সপ্তাহের যুদ্ধবিরতি : যেখানে আপত্তি ইসরাইলের পথশিশুদের জন্য ছায়াতলের স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত মিরসরাইয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী নিহত মালয়েশিয়ায় বিএমইটি কার্ডের নামে ফাঁদ! সতর্ক করল দূতাবাস

সকল