২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

চ্যাম্পিয়ন পুলিশ

-

চ্যাম্পিয়ন হয়েই বাংলাদেশ প্রিমিয়ার লিগে উঠল বাংলাদেশ পুলিশ। গতকাল তারা চ্যাম্পিয়নশিপ লিগে অগ্রণী ব্যাংককে হারিয়ে এই শিরোপা নিশ্চিত করে। ১৯ খেলায় ৩৬ পয়েন্ট তাদের। কমলাপুর স্টেডিয়ামে পুলিশের কাছে ০-১ গোলে হেরে প্রিমিয়ারে ওঠার লড়াই থেকে একেবারে ছিটকে গেল অগ্রণী ব্যাংক। তাদের পয়েন্ট ১৯ খেলায় ২৬। এই অফিস দলের হারের ফলে প্রিমিয়ারে ফেরাটা প্রায় নিশ্চিত হয়ে গেল উত্তর বারিধারার। এখন শেষ ম্যাচে অগ্রণী ব্যাংক যদি ৭ গোলেও জেতে উত্তর বারিধারার বিপক্ষে তাহলেও কোনো ক্ষতি নেই উত্তর বারিধারার। তখন ফরাশগঞ্জ এবং উত্তর বারিধারা পয়েন্ট হবে সমান ৩০ করে। সে ক্ষেত্রে গোল পার্থক্যে রানার্সআপ হিসেবে প্রিমিয়ারে ফিরবে উত্তর বারিধারা। কারণ বাইলজে আছে প্রমোশনের ক্ষেত্রে রানার্সআপ হওয়া দুই দলের পয়েন্ট সমান হলে তখন বিবেচ্য হবে গোল পার্থক্য।
উল্লেখ্য, ফরাশগঞ্জের আর কোনো খেলা নেই। উত্তর বারিধারার একটি খেলাই বাকি। বারিধারা ৩১ গোল দিয়ে হজম করেছে ১৯ গোল। আর ফরাশগঞ্জ ১৭ গোল দিলেও তাদের জালে বল গেছে ১৩ বার। কাল পুলিশের পক্ষে জয়সূচক গোল করেন ৬৭ মিনিটে কবিরুল।

 


আরো সংবাদ



premium cement