০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


অভিষেকেই লাল কার্ড দুঃস্বপ্ন রোনালদোর

-

স্পেন প্রত্যাবর্তনেই দুঃস্বপ্ন হজম ক্রিশ্চিয়ানো রোনালদোর। নতুন কাব জুভেন্টাসের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকেই লাল কার্ড যন্ত্রণার ফাঁদে আটকা পড়েছেন পর্তুগালের সুপারস্টার। বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ২০১৮-১৯ মওসুমের রেসে জুভেন্টাসের উদ্বোধনী ম্যাচের লড়াইয়ে স্পেন প্রত্যাবর্তন মোটেও স্বস্তির হয়নি সাবেক রিয়াল মাদ্রিদের সেনসেশন। এইচ গ্রুপের খেলায় আলোচিত ভ্যালেন্সিয়া সফরে লাল কার্ড দুঃস্বপ্নের জুভেন্টাস অভিষেক হজমে শিরোনামে রোনালদো। মাত্র ২৯ মিনিটেই সমাপ্তি তার নতুন কাবের জার্সিতে চ্যাম্পিয়ন্স গিল ক্যারিয়ারের প্রথম ম্যাচ। খেলার বাইরের ঘটনায় জড়িয়ে পর্তুগাল অধিনায়কের অপ্রত্যাশিত অভিষেক সত্ত্বেও মহাদেশীয় শ্রেষ্ঠত্বের নতুন মওসুমের দারুণ সূচনার উল্লাসে স্পেন ছেড়েছে ইতালিয়ান চ্যাম্পিয়ন্স জুভেন্টাস। নির্ধারিত নব্বই মিনিটের বেশির ভাগ সময় একজন কম নিয়ে খেলেই তারা ২-০ গোলে স্বাগতিক ভ্যালেন্সিয়াকে হারিয়ে দেয়। একই দিনে গ্রুপের অন্য খেলায় সহজ জয়োৎসব ইংল্যান্ডের জায়ান্ট রেড ডেভিলস খ্যাত ম্যানইউর। বিশ্বচ্যাম্পিয়ন ফরাসি প্লে-মেকার পল পগবার ডাবলে দলটি ৩-০ গোলে জিতেছে সুইজারল্যান্ড সফরে ইয়ং বয়েজের মোকাবেলায়।
স্পেন প্রত্যাবর্তনে ক্রিশ্চিয়ানো রোনালদোর অনাকক্সিত লাল কার্ড হজমের দিনে ইউরোপীয় কাব ফুটবলের নতুন মওসুমের হ্যাটট্রিক চ্যাম্পিয়নের মতো সূচনা রিয়াল মাদ্রিদের। হোম ভেনু সান্তিয়াগো বার্নাবুতে জি গ্রুপের খেলায় স্বাগতিক রিয়াল চ্যালেঞ্জে অসহায় হার হজমে ইতালি ফিরেছে এএস রোমা। সফরকারীদের ৩-০ গোলে উড়িয়ে দেয় স্প্যানিশ প্লে-মেকার ইসকোর দুর্দান্ত নৈপুণ্যে উজ্জীবিত শেষ তিনবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ৪৫ মিনিটে অসাধারণ এক ফ্রি-কিক গোলে স্বাগতিকদের এগিয়ে দেন ইসকো। দ্বিতীয়ার্ধের শুরুতে গ্যারেথ বেল ব্যবধান দ্বিগুণ করেন। ইনজুরি টাইমে রোমার কফিনে শেষ পেরেক ঠুকে হ্যাটট্রিক চ্যাম্পিয়নদের নতুন মওসুমের প্রথম ম্যাচের দাপুটে জয় নিশ্চিত করেন মার্সেলো ডিয়াজ। জি গ্রুপের অন্য খেলায় স্বাগতিক ভিক্টোরিয়া প্ল্যাজেনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে সিএসকে মস্কো।
রিয়াল মাদ্রিদ ক্যারিয়ার গুটিয়ে রোনালদোর নতুন ঠিকানা হিসেবে জুভেন্টাসকে বেছে নেয়ায় রীতিমতো নতুন জোয়ার বইছে ইতালির ফুটবলে। স্থানীয় চ্যাম্পিয়নদের জার্সিতে মহাদেশীয় কাব ফুটবলের সর্বোচ্চ আসরে পর্তুগাল অধিনায়কের অভিষেক ম্যাচটিও আলোচনার কেন্দ্রবিন্দু দখলে নেয়। তবে মাদ্রিদ ছেড়ে যাওয়ার পর প্রথমবারের মতো তার স্পেন প্রত্যাবর্তনে ভক্তদের দারুণ কিছু দেখার প্রত্যাশার সমাপ্তি দ্রুততম সময়ের মধ্যেই। খেলার বাইরে ঘটনায় জড়িয়ে সরাসরি লাল কার্ড হজমে মাঠ থেকে বহিষ্কৃত হন চড়া মেজাজের অধিকারী রোনালদো। ২৯ মিনিটে বল দখলের লড়াই শেষে তিনি প্রতিপক্ষের ফুটবলার জ্যাসন মুরেলের চুল ধরে টান দেন। ভ্যালেন্সিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে সহকারীর সাথে আলোচনার পর রেফারি সরাসরি লাল কার্ড দেখিয়ে রোনালদোকে মাঠ থেকে বের করে দেন। আক্রমণভাগের গুরুত্বপূর্ণ সদস্য রোনালদোবিহীন ম্যাচের অবশিষ্ট সময় পারফেক্ট ফুটবলেই জুভেন্টাস নিশ্চিত করেছে চ্যাম্পিয়ন্স লিগের শুভসূচনা। ৭ মিনিটের স্পেলে পেনাল্টি থেকে প্লে-মেকার পিয়ানিকের দুই গোলে এক ঘণ্টা ১১ জন নিয়ে খেলেও হার হজমে মাঠ ছেড়েছে স্বাগতিক ভ্যালেন্সিয়া।

 


আরো সংবাদ



premium cement
টঙ্গীবাড়ীতে অজ্ঞাত কিশোরের গলা কাটা লাশ উদ্ধার জাল দলিলে আপনার জমি দখল হয়ে গেলে কী করবেন? আমির খানকে পাকিস্তান সেনাবাহিনীর বিশেষ সম্মাননা টানা জয়ের খোঁজে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে বাংলাদেশ ‘শুক্রবার ক্লাস নেয়ার বিষয়টি ভুল করে ফেসবুকে পোস্ট হয়েছিল’ চকরিয়ায় চিংড়ি ঘের থেকে একজনের লাশ উদ্ধার জনগণের কথা চিন্তা করে জনবান্ধব আইন তৈরি করতে হবে : আইনমন্ত্রী হাওরের ৯৭ শতাংশ বোরো ধান কাটা শেষ : কৃষি মন্ত্রণালয় শিক্ষকদের ওপর হামলাকারী শিক্ষার্থীদের বহিষ্কার চায় শিক্ষক সমিতি কিশোরগঞ্জে কালবৈশাখী ঝড়ে অন্তঃসত্তা মা ও পাঁচ বছরের ছেলের মৃত্যু ঝড়ে পড়ে যাওয়া মাদরাসা ঘর এক মাসেও মেরামত হয়নি

সকল