০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


মোহামেডানে ইংলিশ কোচ

-

এবার দলবদলে তেমন সাড়া জাগানো কোনো দল নয় মোহামেডান স্পোর্টিং ক্লাব। বরং তারা যে ফুটবলারটিকেই নিতে চেয়েছিল তিনিই ক্লাব থেকে পর্যাপ্ত আশ্বাস না পেয়ে চলে গেছেন অন্য দলে। এরপরও মোটামুটি দল সাজিয়েছে তারা। আর তাদের ময়দানি লড়াইয়ে প্রস্তুত করতে ইংল্যান্ড থেকে কোচ উড়িয়ে এনেছে ক্লাব কর্র্তৃপক্ষ। উয়েফা ‘এ’ লাইসেন্সধারী এই কোচের নাম ক্রিস্টোফার ইভান্স। মূলত ইয়ুথ ফুটবল উন্নয়নে কাজ করেছেন ইভান্স। ২০১৫ সালে চেলসির যুব ফুটবলের হেড কোচ ছিলেন। এর আগে তিনি ছিলেন নরউইচ সিটি যুবদলের সহকারী কোচ। তবে কোনো পেশাদারি ক্লাবের হেড কোচের দায়িত্বে এই প্রথম । কাল সংবাদ সম্মেলনে ইভান্স জানান, ‘আমি বাংলাদেশের আবাহনী ও মোহামেডানের ডার্বির কথা জানি। এখন আমার লক্ষ্য আবার আবাহনী- মোহামেডানের সেই লড়াইয়ের ঐতিহ্য ফিরিয়ে আনা। ’
এই ইংলিশের কোচিং দর্শন আক্রমণাত্মক ফুটবল এবং সলিড ডিফেন্স নিয়ে কাউন্টার অ্যাটাক। মোহামেডানের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া জানান, নতুন এই কোচকে দিয়ে দলকে দীর্ঘ মেয়াদে ট্রেনিং করানো হবে।’ তার ধারণা জানুয়ারির আগে লিগ শুরু হবে না।
এবার মোহামেডান দলে নিয়েছে এমিলি, তকলিচ, মিন্টু, কোমল, শরীফ, মানিক, কায়সার আলী রাব্বী, মিঠুন, সোহাগ, পাশবন, মিশু ও জিকোদের।

 


আরো সংবাদ



premium cement