০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


বাসের কাউন্টারে মানুষের মাথার খুলিসহ চার বস্তা হাড়

উদ্ধারকৃত হাড় - ছবি : ইউএনবি

ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লি বাজারে একটি নৈশকোচের কাউন্টার থেকে তিনজন মানুষের মাথার খুলিসহ চার বস্তা হাড় উদ্ধার করেছে পুলিশ।

ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) চিত্ত রঞ্জন রায় জানান, শুক্রবার ভুল্লী বাজারে কান্তি পরিবহনে ঠাকুরগাঁও শহরের তেলিপাড়া এলাকার মুকুল হোসেন নামে এক ব্যক্তি আলুর বস্তা বলে ওই চারটি বস্তা বুকিং করে ঢাকার উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন। তবে বাসটি রংপুর কাউন্টারে পৌঁছালে বস্তা দেখে কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী কান্তি পরিবহনে ওই বস্তাগুলো ফেরত পাঠায় কোচ কাউন্টারে। ঠাকুরগাঁও ভুল্লি কাউন্টারে বস্তা নামিয়ে খুলে দেখে তিনজন মানুষের মাথার খুলিসহ বিপুল পরিমাণ হাড়। পরে পুলিশে খবর দিলে তা থানায় নিয়ে আসা হয়।

ওসি বলেন, মাথার খুলি ও হাড়গুলো সম্ভবত কবর থেকে সংগ্রহ করে বিক্রির উদ্দেশে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। এ ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা যায়নি।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement