৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


ঠাকুরগাঁও-২

ধানের শীষ প্রতীকে জামায়াত নেতা মাওলানা আব্দুল হাকিমের মনোনয়নপত্র দাখিল

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হাকিম - সংগৃহীত

ঠাকুরগাঁও-২ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীক নিয়ে কারাবন্দী জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হাকিমের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী রিটার্নিং অফিসার কার্যালয়ে ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীক নিয়ে মাওলানা আব্দুল হাকিমের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন বালিয়াডাঙ্গী উপজেলা জামায়োতের আমীর প্রভাষক রফিকুল ইসলামসহ দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা জামায়োতের সেক্রেটারী শরিফুল ইসলাম, জামায়াত নেতা মাওলানা মুসফিকুর রহমান, মাওলানা বশির উদ্দীন, খলিলুর রহমানসহ ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।

এসময় বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদসহ জামায়াতা নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বালিয়াডাঙ্গী উপজেলা জামায়োতের আমীর প্রভাষক রফিকুল ইসলাম বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে আমরা নির্বাচনে অংশগ্রহন করছি। গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার মুক্তি, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের অধিকারকে ফিরিয়ে আনা, ভোটের অধিকারকে ফিরিয়ে আনাসহ দেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা চালু করতেই আমরা এই নির্বাচনে অংশগ্রহন করেছি।

তিনি আরো বলেন, অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে আমরা এই নির্বাচনে অংশগ্রহন করছি। আমরা বিশ্বাস করি জনগনের ভোটে গণতন্ত্রের বিজয় হবে। গণতান্ত্রিক নির্বাচন যদি হয়, তাহলে জনগন অবশ্যই বিজয়ী হবে এবং স্বৈরাচারের পতন হবে।


আরো সংবাদ



premium cement