২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

সৈয়দপুরে বজ্রপাতে আহত ৬

-

নীলফামারীর সৈয়দপুরে ২ জন স্কুল শিক্ষার্থীসহ পৃথক পৃথক স্থানে বজ্রপাতে আহত হয়ে ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক। ১০ সেপ্টেম্বর দুপুরে প্রবল বর্ষণের সময় এরা বজ্রপাতের আঘাতে ও শব্দে আহত হয়েছেন। আহতরা হলেন- সৈয়দপুরের নেছারিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামের জসিয়ার রহমানের মেয়ে জান্নাতী (১৫) ও নীলফামারী সদর উপজেলার ছোট সংগলশীর আবুল কাশেমের ছেলে মো: সুজন (১৪)। এরা ক্লাস চলাকালীন সময় জানালার পাশে থাকার কারণে বৃষ্টির মধ্যে বজ্রপাত হওয়ায় প্রচন্ড শব্দে অজ্ঞান হয়ে পড়ে। পরে তাদের তাৎক্ষনিক বৃষ্টির মধ্যেই সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে হাসপাতালে ভর্তি বজ্রপাতে আহত অপর ৪ জন হলেন- সৈয়দপুর পৌরসভার পাটোয়ারী পাড়ার মৃত. শমসের আলীর ছেলে লুৎফর (৪০), হাতিখানা বানিয়াপাড়ার শহর উদ্দিনের স্ত্রী জাহি (৫৫), বোতলাগাড়ী ইউনিয়নের সোনাখুলী গ্রামের ডাঙ্গাপাড়ার মোজাম্মেল হকের ছেলে মো: সুজন (২০) ও ছোট সংগলশী গ্রামের কামদ্দির ছেলে বাচ্চু (২৬)। এদের মধ্যে জাহি ও বাচ্চুর অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।


আরো সংবাদ



premium cement