২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের রাজপথে নামতে হবে : এমপি সিরাজ

- ছবি : নয়া দিগন্ত

বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও বগুড়া সদর আসনের সংসদ সদস্য গোলাম মো: সিরাজ বলেছেন, এদেশে ন্যায়বিচার নেই, গণতন্ত্র নেই, মানবাধিকার নেই, সুশাসন নেই। মিথ্যা মামলায় খালেদা জিয়াকে জেলে বন্দি করে রাখা হয়েছে। আইন নিজস্ব গতিতে চললে তিনি মুক্তি পেতেন। তাই আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আইনজীবীদের রাজপথে নামতে হবে। এ জন্য সকল ভেদাভেদ ভুলে বগুড়া বার সমিতির নির্বাচনে বিজয়ের ধারা অব্যাহত রাখতে হবে।

তিনি বুধবার রাতে বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী ঐক্য প্যানেলের প্রার্থী পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

বগুড়া বার সমিতির সাবেক সভাপতি আফতাব উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে সমিতির গওহর আলী ভবনে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বগুড়া পৌর মেয়র অ্যাডভোকেট এ কে এম মাহবুবুর রহমান, সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট একেএম হাফিজুর রহমান, বর্তমান সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম, আইনজীবী ফোরামের সভাপতি শেখ মোকলেছুর রহমান, এলডিপির জেলা সভাপতি অ্যাডভোকেট মোখলেসুর রহমান, এমএকে ফজলুল হক, নাজমুল হুদা পপন, একেএম সামসুদ্দিন স্বপন প্রমুখ।

অনুষ্ঠানে আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত বার্ষিক নির্বাচনে সভাপতি প্রার্থী দেলোয়ার হোসেন সরকার, সাধারণ সম্পাদক প্রার্থী রফিকুল ইসলামসহ অন্যান্য প্রার্থীরা বক্তব্য দেন।

বক্তারা দেলোয়ার-রফিকুল প্যানেলকে বিজয়ী করার আহবান জানান।

বগুড়া বার সমিতির নির্বাচনে দুটি প্যানেলে ১৩ পদে ২৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী প্যানেলের নেতৃত্বে রয়েছেন ফারুক-নবাব পরিষদ।

২৯ নভেম্বর সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সাত শতাধিক ভোটার ভোট দেবেন।


আরো সংবাদ



premium cement
দেশ থেকে আইনের শাসন উধাও হয়ে গেছে : মির্জা ফখরুল রুশ অগ্রযাত্রার মধ্যেই ভারী হামলা প্রতিহত করল ইউক্রেন কাতার ছাড়তে হলে হামাসের পরবর্তী গন্তব্য কোথায় বগুড়ায় বসতবাড়িতে পটকা তৈরির কারখানায় বিস্ফোরণ, আহত ৪ নগরকান্দায় প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ড মঙ্গলবারও ঢাকাসহ ২৭ জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ নাটোরে গণধর্ষণের দায়ে তিন কিশোরকে ১০ বছরের আটকাদেশ ঘাটাইলে সংরক্ষিত বনে দুর্বৃত্তের আগুন খালেদা জিয়ার বিরুদ্ধে জন্মদিন ও পতাকা অবমাননা মামলার শুনানি ২১ জুলাই ভালুকায় প্রচণ্ড তাপদাহে ২ শিক্ষার্থী অসুস্থ গাজীপুরে অপহরণের পর স্কুলছাত্রকে হত্যার দায়ে সাতজনের যাবজ্জীবন

সকল