০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


রাবির খুলেছে রোববার

-

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১২ দিনের ছুটি শেষে হল খুলে দেওয়া হবে রোববার সকাল থেকে। এর আগে ঈদের ছুটির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন গত ১১ থেকে ২৩ জুন সকাল ১০ টা পর্যন্ত সকল হল বন্ধ রাখার নির্দেশ দেয়। রোববার থেকে ক্লাস-পরীক্ষাসহ অ্যাকাডেমিক কার্যক্রম নিয়মিতভাবে চলবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রভাষ কুমার কর্মকার এ তথ্য জানান।

তিনি বলেন, ঈদের ছুটি শেষে শনিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়েছে। রোববার থেকে যথারীতি ক্লাস-পরীক্ষাসহ চালু হবে একাডেমিক সকল কার্যক্রমও।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, হলের আবাসিক শিক্ষার্থীরা শনিবার সকাল ১০ টা থেকে নিজ নিজ হলে অবস্থান করতে পারবে।

উল্লেখ্য, রাবি গত ১৬ মে থেকে ৩৯ দিনের ছুটিতে গিয়ে ছিল গ্রীষ্মকালীন অবকাশ, পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে। ছুটি শেষে ক্যাম্পাস চালু হবে আমাগী ২৪ জুন । এর মধ্যে গত ১১ থেকে ২৩ জনু সকাল ১০ পর্যন্ত আবাসিক হল বন্ধ রাখা হয়।


আরো সংবাদ



premium cement

সকল