২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

চীনে স্যামসাং ফোন উৎপাদন কমছে!

-

বিশ্বের বৃহৎ স্মার্টফোন বাজার চীন। দেশটিতে স্যামসাং ইলেকট্রনিকসের মোবাইল ফোন তৈরির দু’টি কারখানা রয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি এর মধ্যে একটি কারখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। চীনের বাজারে স্যামসাংয়ের ডিভাইস বিক্রি কমে যাওয়া এবং শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠানটি চীনে
ফোন উৎপাদন কমিয়ে আনার এ সিদ্ধান্ত নিয়েছে। লিখেছেন আহমেদ ইফতেখার

 

 

বৈশ্বিক স্মার্টফোন বাজারে চীনা ব্র্যান্ডগুলোর দখল বাড়ছে। এতে চীন বাদে অন্যান্য বাজারে স্যামসাংয়ের সাথে চীনা ব্র্যান্ডের প্রতিযোগিতা বাড়ছে। কয়েক বছর ধরে ভারতের স্মার্টফোন বাজারে শীর্ষস্থানে ছিল স্যামসাং। কিন্তু কয়েক প্রান্তিক আগে শাওমির কাছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি অবস্থান হারিয়েছে। তবে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে স্যামসাং অবস্থান পুনরুদ্ধার করেছে।
দক্ষিণ কোরিয়াভিত্তিক সংবাদ মাধ্যম ইলেকট্রনিকস টাইমস জানিয়েছে, চীনের উত্তরের শহর তিয়ানজিনে স্যামসাংয়ের মোবাইল ফোন উৎপাদনের যে কারখানাটি রয়েছে, চলতি বছরের মধ্যে স্যামসাং সেটির কার্যক্রম বন্ধ করতে পারে। যদিও স্যামসাং জানিয়েছে, তিয়ানজিন কারখানা বিষয়ে এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ইলেকট্রনিকস টাইমসের তথ্য অনুযায়ী, তিয়ানজিন কারখানায় স্যামসাং বছরে ৩ কোটি ৬০ লাখ ইউনিট মোবাইল ফোন তৈরি করে। হুইঝুর কারখানায় তৈরি করা হয় ৭ কোটি ২০ লাখ ইউনিট। অন্য দিকে ভিয়েতনামের দু’টি কারখানায় বছরে মোট ২৪ কোটি ইউনিট ফোন তৈরি করে প্রতিষ্ঠানটি।
তিয়ানজিনের কারখানার নাম তিয়ানজিন স্যামসাং টেলিকম টেকনোলজি। এ ছাড়া চীনের হুইঝুতে স্যামসাংয়ের আরেকটি উৎপাদন কারখানা রয়েছে। চীন বিশ্বের বৃহৎ স্মার্টফোন বাজার হলেও দেশটিতে স্যামসাংয়ের উল্লেখযোগ্য দখল নেই। বাজার গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিসের প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে চীনের স্মার্টফোন বাজারে শীর্ষস্থান দখলে রেখেছে হুয়াওয়ে। প্রান্তিকটিতে দেশটির বাজারে হুয়াওয়ের দখল ২৭ শতাংশে পৌঁছেছে। একই সময়ে অপো ও ভিভো উভয়ের দখল পৌঁছেছে ২০ শতাংশ করে। দ্বিতীয় প্রান্তিকে শাওমি চীনের স্মার্টফোন বাজারের ১৪ শতাংশ দখলে রেখেছে।
পাঁচ বছর আগেও চীনের স্মার্টফোন বাজারে স্যামসাংয়ের দখল ছিল ২০ শতাংশ। চীনের স্থানীয় ব্র্যান্ড হুয়াওয়ে, অপো, ভিভো ও শাওমির দখল বেড়ে যাওয়ায় অবস্থান হারিয়েছে স্যামসাং। গত বছরের চেয়ে চলতি বছরে চীনের স্মার্টফোন বাজারে প্রতিষ্ঠানটির দখল ১ শতাংশ কমেছে।
বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) তথ্য অনুযায়ী, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বৈশ্বিক স্মার্টফোন বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে স্যামসাং। আর তাই নতুন ডিভাইস উন্মোচনের মাধ্যমে বৈশ্বিক বাজারে দখল বাড়াতে উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। সাম্প্রতিক বছরগুলোয় ভিয়েতনাম ও ভারতের মোবাইল ফোন উৎপাদন কারখানায় বিনিয়োগ বাড়িয়েছে স্যামসাং। এর মাধ্যমে এসব কারখানায় ডিভাইস উৎপাদন বাড়াতে চাইছে প্রতিষ্ঠানটি। গত মাসে ভারতের নয়ডায় বিশ্বের সবচেয়ে বড় মোবাইল ফোন উৎপাদন কারখানা চালু করে স্যামসাং। এটিকে রফতানি হাব হিসেবে বর্ণনা করছে।
স্যামসাং সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইন্টারনেট অব থিংস (আইওটি), ফাইভজিসহ বেশ কয়েকটি খাতে বড় অঙ্কের বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে বড় ধরনের ব্যবসায় সুযোগ দেখছে। আগামী তিন বছরে এসব খাতে মোট ১৬ হাজার কোটি ডলার বিনিয়োগ করা হবে। এর ফলে ৪০ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। এ বিনিয়োগের সিংহভাগ ব্যয় করা হবে দক্ষিণ কোরিয়ায়। এক্ষেত্রে স্থানীয় বাজারে নতুন কর্মসংস্থান হবে।


আরো সংবাদ



premium cement