০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


দৃষ্টিপাত : স্বৈরাচার ব্যবস্থার অবসান আজো ঘটেনি

-


’৯০-এ স্বৈরাচারী এরশাদ সরকারের পতন হয়েছে কিন্তু দেশে স্বৈরাচারী ব্যবস্থার অবসান ঘটেনি। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, সভা-সমাবেশের মৌলিক গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে দেশকে পুনরায় একটি ভয়ঙ্কর স্বৈরাচারী ব্যবস্থার আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলা হয়েছে। একটি দম বন্ধ করা, শ্বাসরুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে সর্বত্র। গোটা সমাজকে মানবিকতার বদলে নিষ্ঠুর নির্মম অমানবিকতা গ্রাস করে ফেলেছে। এই দুঃসহ অসহনীয় অবস্থা থেকে জাতি পরিত্রাণ চায়। মুক্ত আলো বাতাসে প্রাণভরে শ্বাস নিতে চায় স্বাধীনতা ও গণতন্ত্রপ্রিয় মানুষ।
জয়নাল-জাফর-জিহাদ-মিলনসহ অসংখ্য শহীদের আত্মদান আর ছাত্রসমাজ ও জনগণের অভূতপূর্ব ঐক্যে সূচিত ’৯০-এর ঐতিহাসিক ছাত্র-গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী এরশাদ সরকারের পতন ঘটেছিল। জনগণ ভোটের অধিকার ফিরে পেয়েছিল। নির্বাচনের মাধ্যমে সরকার গঠন এবং সরকার পরিবর্তনের রাজনৈতিক ধারা দেশে কায়েম হয়েছিল। কিন্তু এটা খুবই দুর্ভাগ্যজনক যে, ’৯০-এর এত বছর পর দেশের মানুষ তার জন্মগত, সংবিধান স্বীকৃত মৌলিক ভোটের অধিকার হারিয়ে ফেলেছে। জনগণের ভোটাধিকার হরণ করে নামে বেনামে দেশে এখন চরম স্বেচ্ছাচারী-স্বৈরাচারী ব্যবস্থা কায়েম করা হয়েছে। নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে ফেলা হয়েছে। সভা-সমাবেশ-মিছিলের মৌলিক অধিকার কেড়ে নিয়ে নির্বিচার গুম, খুন, গ্রেফতার-মামলা-হয়রানির ভীতিকর রাজনৈতিক সংস্কৃতি দেশে প্রতিষ্ঠা করা হয়েছে। বিরোধী দল ও মতকে নিষ্ঠুরভাবে দমন করে, রাষ্ট্রের সব প্রতিষ্ঠানের ওপর নিজেদের দখলদারিত্ব কায়েম করে ক্ষমতাসীনরা জনগণের মতামত ও ম্যান্ডেট ছাড়া জোর জবরদস্তিমূলকভাবে দেশ পরিচালনা করছে।
বাংলাদেশের ছাত্রসমাজ ও জনগণ অতীতে কখনই স্বৈরাশাসন মেনে নেয়নি। এ দেশে বারবার স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্রের দাবিতে বীরত্বপূর্ণ আন্দোলন সংগ্রাম সংঘটিত হয়েছে। পতন ঘটেছে স্বৈরশাসকদের। ছাত্রসমাজ ও জনগণ অতীতের গৌরবময় পথ অনুসরণ করে দেশে হারানো গণতন্ত্র ফিরিয়ে আনা, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় আবারো জেগে উঠবে। ছাত্র-জনতার ঐক্য ও সংগ্রামের মধ্য দিয়ে বর্তমান স্বৈরাচারী শাসকগোষ্ঠীরও পতন ঘটবে। শেষ বিচারে গণতন্ত্র জয়ী হবে এবং বাংলাদেশের মাটিতে চিরস্থায়ী ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকবে। স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য শহীদের আত্মদান বৃথা যাবে না।হ

লেখক : ’৯০-এর স্বৈরাচারবিরোধী ছাত্র-গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের তৎকালীন সভাপতি

 


আরো সংবাদ



premium cement
উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ বুধবার গাজা-ইসরাইল ক্রসিংয়ে ইসরাইলি বাহিনীর উপর হামাসের হামলা তরুণ্যেই অর্ধশতাধিক ইসলামী সঙ্গীতের রচয়িতা সরকারের কাছে ধান বিক্রি করতে কৃষকদের যত ভোগান্তি ইসরাইলের রাফা অভিযান : জার্মানির কড়া প্রতিক্রিয়া চট্টগ্রামে সড়ক নিরাপত্তা নিশ্চিতে একসাথে কাজ করবে সিএমপি ও চসিক রাফায় ইসরাইলি অভিযানে ‘আমি বিরক্ত ও ব্যথিত’ : জাতিসঙ্ঘ প্রধান ৩ দিনের সফরে চট্টগ্রাম বন্দরে তুরস্ক নৌবাহিনীর জাহাজ আশুলিয়ায় ৫ টাকার উন্মুক্ত কবরস্থান উদ্বোধন গাবতলী বাস টার্মিনাল হবে মাল্টিমোডাল স্টেশন রাবিতে ছাত্রদল নেতাকে হলরুমে আটকে নির্যাতনের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

সকল