২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ছাত্রলীগের বিষয়টি সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রী দেখছেন : কাদের

ছাত্রলীগের বিষয়টি সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রী দেখছেন: কাদের - ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ছাত্রলীগের বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পদকের বিষয়টি সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে দেখছেন। কোন সংযোজন, বিয়োজন, পরিবর্তন বা সংশোধনের প্রশ্ন আসলে প্রধানমন্ত্রী নিজেই করবেন।’

বুধবার সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ছাত্রলীগের আগাম সম্মেলন প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন পর্যন্ত আগাম সম্মেলনের কোন সিদ্ধান্ত পাইনি। বিষয়টি দলের অভ্যন্তরীণ বিষয়। পুরোপুরিভাবে নেত্রী নিজেই দেখেছেন এবং পরীক্ষা-নিরীক্ষা করছেন। দলের চারজনকে ছাত্রলীগের বিষয়টি দেখাশুনার দায়িত্ব দিয়েছেন। তবে সিদ্ধান্ত আকারে কোন কিছু না আসলে আমি কিছু বলতে পারি না।’

ছাত্রলীগের সাবেক সভাপতি কাদের বলেন, ‘দলের ভেতরে খারাপ কাজ হলে, শৃঙ্খলা ভঙ্গ হলে কাউকে তিরস্কার করার পক্ষে আমি। আবার ভালো কাজের পুরস্কারও দেয়া উচিত।’

প্রসঙ্গত, ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে প্রধানমন্ত্রী বিদ্যমান ‘কমিটি ভেঙ্গে’ দিতে বলেছেন বলে সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়েছে।

পদ্মা সেতুর টোল সম্পর্কিত এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, ‘পদ্মা সেতুর টোল নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। সেতুর নির্মাণ প্রক্রিয়া এগিয়ে চলছে।’

মহাসড়কে টোল আরোপের বিষয়ে মন্ত্রী বলেন, যাত্রীবাহীসহ সব গাড়িকেই টোল দিতে হবে। পৃথিবীর সব দেশেই রাস্তা ব্যবহারে টোল দিতে হয়। কোন মহাসড়কে কত এবং কোন গাড়ির জন্য কত টোল ধার্য হবে সে বিষয়টি একটি নিয়মের মধ্যে আনা হচ্ছে।

তবে সব মহাসড়কে টোল বসানো হবে না জানিয়ে তিনি বলেন, ‘জাতীয় মহাসড়কের মধ্যে যেগুলো ৪, ৬ এবং ৮ লেন সড়ক আছে বা নতুন করে হবে আপাতত সেগুলোতেই আমরা টোল আরোপের চিন্তা-ভাবনা করছি।’  সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement