০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


খাশোগি হত্যার পর সৌদির কাছে বিপুল অস্ত্র বিক্রি ব্রিটেনের

-

সৌদি রাজপরিবারের সমালোচক ও নির্বাসিত সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ছয় মাসের মধ্যে সৌদি আরবের কাছে রেকর্ড ৬৮ কোটি ডলার মূল্যের অস্ত্র বিক্রি করেছে ব্রিটেন। ব্রিটিশ সরকারের প্রকাশিত নতুন অস্ত্র রফতানি পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে।
ব্রিটেন এক দিকে সৌদি আরবের কাছে বিশাল অঙ্কের অস্ত্র বিক্রি করছে, অন্য দিকে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে প্রয়োজনীয় নথি আনতে গিয়ে রিয়াদের পাঠানো বিশেষ ঘাতকদলের হাতে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের নিন্দাও জানিয়েছে। ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগি হত্যায় কঠোর উপায়ে নিন্দা জানায় ব্রিটিশ সরকার।
জাতিসঙ্ঘ ও যুক্তরাষ্ট্রের তদন্ত কর্মকর্তারা ওই হত্যাকাণ্ডে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে দায়ী করে। ব্রিটেনের কাছে থেকে কেনা সৌদি আরবের ৬৮৬ মিলিয়ন ডলারের ওই অস্ত্রের মধ্যে গ্রেনেড, বোমা, ক্ষেপণাস্ত্র ও হামলা প্রতিরোধক অস্ত্র রয়েছে। এর বেশির ভাগ ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরকি জোটের যুদ্ধে ব্যবহৃত হচ্ছে।
সৌদি আরবের কাছে যুক্তরাজ্যের এই অস্ত্র বিক্রি নিয়ে প্রশ্ন উঠেছে। ইয়েমেনে সৌদি আরব যখন যুদ্ধে নেতৃত্ব দিচ্ছে তখন তাদের কাছে বিশাল অঙ্কের এই অস্ত্র বিক্রির ঘটনায় সমালোচনার মুখেও পড়েছে ব্রিটেন। ব্রিটেনের তৈরি অস্ত্রে ইয়েমেনে সৌদি আরব মানবতাবিরোধী অপরাধ করছে বলেও অভিযোগ উঠেছে।
সৌদির রাজপরিবারের উপদেষ্টা থেকে সমালোচক বনে যাওয়া নির্বাসিত সাংবাদিক জামাল খাশোগি গত বছরের ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে হত্যাকাণ্ডের শিকার হন। তুরস্ক বলছে, সৌদি সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের পাঠানো একদল ঘাতক জামাল খাশোগিকে হত্যা করেছে। প্রথমে অস্বীকার করলেও পরে বৈশ্বিক প্রচণ্ড চাপের মুখে খাশোগিকে হত্যার অভিযোগ স্বীকার করে সৌদি। তবে তার লাশের সন্ধান এখন পর্যন্ত পাওয়া যায়নি।


আরো সংবাদ



premium cement
গাছ লাগানোর উপযুক্ত সময়, স্থান ও প্রজাতি যশোরের শার্শায় বোরো ধানের বাম্পার ফলন যুদ্ধের খবর সংগ্রহের পাশাপাশি বিবিসির গাজা প্রতিনিধির টিকে থাকার লড়াই রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহারের নিষেধাজ্ঞা অমান্য করেছে : যুক্তরাষ্ট্র চীনা অ্যাপ টিকটক নিষিদ্ধ করার পক্ষে ৫০ ভাগ আমেরিকান রাজবাড়ীতে মালবাহী ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ রাফায় হামলার ব্যাপারে ইসরাইলকে হুঁশিয়ারি হামাসের স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে নৌকাডুবি, ৫০ শরণার্থীর মৃত্যুর ‌শঙ্কা ফিলিপাইনে খরায় জলাধার শুকিয়ে জেগে উঠেছে ৩০০ বছর আগের নগর ঢাকাসহ বিভিন্ন জেলায় আজ প্রবল কালবৈশাখী ও শিলাবৃষ্টি হতে পারে সাবমেরিন বিধ্বংসী স্মার্ট ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের

সকল