২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

মালয়েশিয়ার পেট্রোনাস টাওয়ারের স্থপতি সিজার পেল্লি আর নেই

-

আর্জেন্টিনার স্থপতি সিজার পেল্লি মারা গেছেন। তিনি মালয়েশিয়ার পেট্রোনাস টাওয়ার ও নিউ ইয়র্কের ওয়ান ওয়ার্ল্ড ফিন্যান্সিয়াল সেন্টারের ডিজাইনার। তিনি শুক্রবার ৯২ বছর বয়সে মারা যান। তার পরিবার সূত্রে এ কথা জানা গেছে। কীর্তিমান এই স্থপতির মৃত্যুতে দেশটির প্রেসিডেন্ট মুরিচিও মার্সি টুইটারে তার পরিবার ও বন্ধুবান্ধবের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।
তিনি নিজ দেশ ও আমেরিকায় পড়াশুনা করেন। তার সবচেয়ে উল্লেখযোগ্য কাজ কুয়ালালামপুরের পেট্রোনাস টাওয়ার নির্মাণ। এটি ৪৫২ মিটার উচ্চতাসম্পন্ন। ১৯৯৮ সালে এ টাওয়ারের কাজ শেষ হওয়ার সময়ে এটি ছিল পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন। এ ছাড়া বিশ্বজুড়ে তার নকশায় অসংখ্য থিয়েটার ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মিত হয়েছে। তিনি ১৯৮৪ সালে নিউ ইয়র্কের মিউজিয়াম অব মডার্ন আর্টের সম্প্রসারণ কাজ তত্ত্বাবধান করেন। তার শেষ কাজ ছিল সানফ্রান্সিসকোতে সেলসফোর্স ট্রানজিট সেন্টার নির্মাণ।


আরো সংবাদ



premium cement