২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


নির্বাচনে টানা দুই দফা ভরাডুবি পদত্যাগের প্রস্তাব দেননি রাহুল গান্ধী : কংগ্রেস

রাহুল গান্ধী -

লোকসভা নির্বাচনে পরাজয়ের দায়ভার নিয়ে দলের প্রেসিডেন্টের পদ থেকে রাহুল গান্ধীর পদত্যাগের প্রস্তাব দেয়ার খবর অস্বীকার করেছে কংগ্রেস। ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়, শনিবার সকালে শুরু হওয়া কংগ্রেসের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ওয়ার্কিং কমিটির বৈঠকে নিজের পদত্যাগের প্রস্তাব দেন রাহুল। কংগ্রেসের অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, বৈঠকে প্রত্যাখতান করা হয় রাহুলের প্রস্তাব। তবে পরে এক বিবৃতি দিয়ে কংগ্রেসের তরফে জানানো হয়েছে, এখন পর্যন্ত বৈঠকে পদত্যাগের প্রস্তাব দেননি রাহুল।
গত ২৩ মে ঘোষিত ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে মাত্র ৫২টি আসনে জয় পেতে যাচ্ছে কংগ্রেস। ২০১৪ সালের নির্বাচনে ইতিহাসের সবচেয়ে খারাপ ফল করে দলটি মাত্র ৪৪ আসন পেয়েছিল। সেবারও দলের প্রচারণায় নেতৃত্ব দিয়েছিলেন নেহরু-গান্ধী পরিবারের তরুণ উত্তরাধিকারী রাহুল। এবারের নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো শোচনীয় পরাজয়ের মুখে পড়ে কংগ্রেস। বৃহস্পতিবার ফল ঘোষণার দিনে এক সংবাদ সম্মেলনে পরাজয়ের কারণ ব্যাখ্যা করতে অস্বীকার করেন রাহুল। কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সভায় এ নিয়ে চুলচেরা বিশ্লেষণ হবে বলে জানান তিনি।
গতকাল পরাজয়ের কারণ অনুসন্ধানে দিল্লিতে কংগ্রেস কার্যালয়ে বৈঠকে বসে দলের ওয়ার্কিং কমিটি। দেশের নানা প্রান্ত থেকে কংগ্রেসের শীর্ষ নেতারা ওই বৈঠকে যোগ দেন। কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধীর সভাপতিত্বে বৈঠকে ইউপিএ জোট নেতা সোনিয়া গান্ধী, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেস শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরা। বৈঠকে পরাজয়ের কারণ বিশ্লেষণ করেন কংগ্রেস নেতারা।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, ওই বৈঠকে কংগ্রেসের প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ানোর প্রস্তাব দেন রাহুল গান্ধী। তবে রাহুলের ওপর পরাজয়ের দায়ভার চাপাতে অস্বীকার করেন কংগ্রেস নেতারা। রাহুলের পদত্যাগের প্রস্তাব দেয়ার খবর প্রকাশের পর কংগ্রেসের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ওয়ার্কিং কমিটির বৈঠক এখনো চলছে। আর এখন পর্যন্ত রাহুল গান্ধী এই বৈঠকে তার পদত্যাগের প্রস্তাব দেননি।
পদত্যাগ ঠেকাতে চায় নবীন নেতারা
রাহুল পদত্যাগ করতে পারেন এমন কথা শোনেই দলের নবীন নেতারা দিল্লিতে আসতে শুরু করেছেন। তারা চান, রাহুল যেন কোনোভাবেই পদত্যাগ না করেন। তারা মনে করছেন, রাহুল হয়তো পদত্যাগ করে ফেলবেন।
কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে রাহুল পদত্যাগ করকে চাইলে আদৌ কি তা গ্রহণ করা হবে? এমন প্রশ্নে মতিলাল ভোরার মতো প্রবীণ নেতারা রাহুলের ওপরই আস্থা রাখছেন। ভোরার পাল্টা প্রশ্ন, রাহুল গান্ধীর বদলে দায়িত্ব নিতে পারেন দলে এমন ব্যক্তি কে আছেন?

 


আরো সংবাদ



premium cement
গাজা বিষয়ক সম্মেলনে আতিথেয়তা করবে সৌদি আরব চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড শ্রীনগরে নাতিকে মাদরাসায় দিয়ে ফেরার পথে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু ইউক্রেনের ১৭টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া গ্রেফতারের আতঙ্কে নেতানিয়াহু, প্রতিরোধের চেষ্টায় যুক্তরাষ্ট্রও চলছে মেসি ঝলক, আবারো জোড়া গোল উল্লাপাড়ায় গাড়িচাপায় অটোভ্যানচালক নিহত থাইল্যান্ড সফর শেষে সোমবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী বিপরীত উচ্চারণের ঈদ পুনর্মিলনী ফরিদপুরে ২ ভাইকে পিটিয়ে হত্যায় জড়িতদের অচিরেই গ্রেফতার করা হবে : র‌্যাব মুখোপাত্র ধর্মঘটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পরিবহন বন্ধ, দুর্ভোগে মানুষ

সকল