০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


সিরিয়ায় আইএসের হামলায় ২৭ সরকারপন্থী যোদ্ধা নিহত

-

সিরিয়ার মরু অঞ্চলে আইএস সন্ত্রাসীরা দামেস্কপন্থী ২৭ যোদ্ধাকে হত্যা করেছে। শনিবার ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ ঘটনাকে আইএসের তথাকথিত খিলাফতের পতনের পর সবচেয়ে বড় হামলা হিসেবে অভিহিত করেছে।
ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থাটি আরো জানায়, গত ৪৮ ঘণ্টায় হোমস প্রদেশের পূর্বাঞ্চলীয় মরুভূমিতে নিহতদের মধ্যে সৈন্য ও সরকারপন্থী মিলিশিয়া ছাড়াও সিরীয় সেনাবাহিনীর চার সিনিয়র কর্মকর্তাও রয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় আইএস এ হামলা শুরু করে। আইএসের পক্ষে প্রচারণা চালানো ওয়েবসাইট আমাক জানিয়েছে, তাদের যোদ্ধারা এ হামলা চালিয়েছে। ডেইলি অবজারভার জানিয়েছে, এই সংঘর্ষে আইএসের ছয় যোদ্ধা নিহত হয়েছে।
ইদলিব চুক্তির অগ্রগতির আহ্বান
এ দিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশটিতে আট বছর ধরে চলা গৃহযুদ্ধ অবসানের লক্ষ্যে নতুন আলোচনার আগে শুক্রবার তার বিরোধীদের নিয়ন্ত্রিত ইদলিবে বাফার জোন চুক্তির বিষয়ে অগ্রগতির আহ্বান জানিয়েছেন। বাশার দামেস্কে দেশটির প্রধান মিত্র রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার লাভরেনতিভের সাথে বৈঠকের সময় এ আহ্বান জানান। কাজাখস্তানে ২৫ ও ২৬ এপ্রিল শুরু হতে যাওয়া সমঝোতা আলোচনা বিষয়ে আলাপ করতে তারা এ বৈঠকে বসেছিলেন।
কাজাখস্তানে শান্তি আলোচনায় ইরান ও রাশিয়া সিরীয় সরকারের পক্ষে এবং তুরস্ক বিদ্রোহীদের পক্ষে অংশ নিচ্ছে। মস্কো ও আঙ্কারা সেপ্টেম্বর মাসে ইদলিব অঞ্চলে সরকারি বাহিনীর ব্যাপক আগ্রাসন ঠেকাতে তুরস্কের সীমান্তবর্তী ওই এলাকায় বাফার জোন সৃষ্টির লক্ষ্যে চুক্তি করেছিল। কিন্তু জানুয়ারি মাসে বাশার বিরোধী হায়াত আহরির আল-শাম ওই এলাকার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিলে চুক্তিটি স্থবির হয়ে পড়ে এবং এলাকাটি লক্ষ্য করে ব্যাপক গোলাবর্ষণ করা হয়।

 


আরো সংবাদ



premium cement