০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


ইন্দোনেশিয়ায় মাউন্ট সোপুতান আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত

-

ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলীয় সুলাওয়েসি প্রদেশের মাউন্ট সোপুতান আগ্নেয়গিরি থেকে রোববার ছাই উদগিরণ হয়েছে। দেশটির দুর্যোগ সংস্থার একজন কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে ছাইমেঘ আকাশের ৭.৫ কিলোমিটার উঁচুতে ছড়িয়ে পড়েছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা সুতোপো পুরোউ নুগরোহো জানান, আগ্নেগিরিটি দিয়ে দুবার ছাইমেঘ উদগিরণ হয়েছে। স্থানীয় সময় সকাল ৮টা ৫৭ মিনিটে ছাইমেঘের পুরু স্তর ৭.৫ কিলোমিটার উঁচুতে ও সকাল ৭টা ৪৩ মিনিটে সাত কিলোমিটার উঁচুতে উঠে ছড়িয়ে পড়েছে।

 


আরো সংবাদ



premium cement