২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

ইথিওপিয়ায় গণকবর থেকে ২০০ লাশ উদ্ধার

-

আফ্রিকার দেশ ইথিওপিয়ায় একটি গণকবরের সন্ধান পেয়েছে দেশটির পুলিশ। কবরটিতে ২০০ লাশ পাওয়া গেছে। দেশটির সোমালি ও অরোমিয়া সীমান্তবর্তী অঞ্চলে গণকবরটির পাওয়া গেছে।
গত এক বছরে সহিংসতায় হাজার হাজার ইথিওপিয়ান প্রাণ হারিয়েছেন। সাবেক স্থানীয় প্রেসিডেন্ট আবদি মোহাম্মদের বিরুদ্ধে তদন্ত অভিযান চালাতে গিয়ে এই গণকবরের সন্ধান পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।
জাতিগত দাঙ্গা সৃষ্টির অভিযোগে বিচারের অপেক্ষায় আছেন আবদি মোহাম্মদ। তার নির্দেশে স্থানীয় নিরাপত্তা বাহিনী, যারা লিউ হিসেবে বেশি পরিচিত, তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে মনে করা হয়। পুলিশ জানিয়েছে, তারা ২০০ লাশের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছেন।
গত আগস্টে প্রেসিডেন্টের দায়িত্ব থেকে জোর করে অব্যাহতি দেয়া হয় আবদি মোহাম্মদকে। এর কয়েক সপ্তাহ পরে গ্রেফতারও করা হয় তাকে। তার বিরুদ্ধে অভিযোগÑ তার ১৩ বছর শাসনামলে অনেক হত্যাকাণ্ড, ধর্ষণ ও নিপীড়ন সংঘটিত হয়েছে।


আরো সংবাদ



premium cement