২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

নওয়াজ শরিফ ও মরিয়মের দণ্ড স্থগিত : মুক্তির নির্দেশ

-

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, মেয়ে মরিয়ম ও জামাতা মোহাম্মদ সফদারের সাজা স্থগিত করে তাদের মুক্তি দেয়ার নির্দেশ দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। তাদের আপিলের শুনানি শেষে গতকাল বুধবার এ নির্দেশ দেয় হাইকোর্টের দুই বিচারকের একটি বেঞ্চ।
বিচারকেরা তাদের রায়ে বলেন, তিনজনের বিরুদ্ধে অ্যাকাউন্টেবিলিটি কোর্টের দেয়া কারাদণ্ড স্থগিত রাখা হলো। আইন বিশেষজ্ঞ বলেছেন, কিছু আনুষ্ঠানিকতা শেষে তিনজনই মুক্তি পাবেন। গত ৬ জুলাই নওয়াজ শরিফকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পত্তি অর্জনের দায়ে ১০ বছরের কারাদণ্ড দেয় অ্যাকাউন্টেবিলিটি কোর্ট। এ ছাড়া তার মেয়ে মরিয়ম নওয়াজকে সাত বছর ও মরিয়মের স্বামী মোহাম্মদ সফদারকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়। রায়ের সময় স্ত্রী কুলসুম নওয়াজের চিকিৎসার জন্য লন্ডনে ছিলেন নওয়াজ ও তার মেয়ে মরিয়ম। কিন্তু রায়ের কয়েক দিন পরই তারা দেশে ফেরেন। এরপর বিমানবন্দর থেকেই গ্রেফতার হন তারা। সে সময় সফদার দেশেই ছিলেন। তিনি আদালতে আত্মসমর্পণ করে কারাগারে যান। নওয়াজ, মরিয়ম ও সফদার কারাগারে থাকা অবস্থাতেই মারা যান নওয়াজের স্ত্রী কুসলুম। তার নামাজে জানাজায় যোগ দেয়ার জন্য গত ১২ সেপ্টেম্বর নওয়াজ ও তার মেয়েকে প্যারোলে মুক্তি দেয়া হয়েছিল।


আরো সংবাদ



premium cement