২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

ইরান ইস্যুতে পাশে থাকতে ব্রিটেনকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

-

ইরান ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পের পাশে থাকতে হবে যুক্তরাজ্যকে, আর এর ব্যত্যয় হলে যুক্তরাজ্যের ব্যবসায় বাণিজ্য মারাত্মক হুমকির মুখে পড়বে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে যুক্তরাষ্ট্র। গতকাল রোববার যুক্তরাজ্যে অবস্থিত মার্কিন রাষ্ট্রদূত উডি জনসন এক লেখায় এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সম্প্রতি ইরান ইস্যুতে এই দুই মিত্রদেশের মধ্যে সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। লন্ডনে মার্কিন রাষ্ট্রদূত উডি জনসন বলেন, ইরানের ওপর আরোপিত প্রেসিডেন্ট টাম্পের কঠোর নিষেধাজ্ঞাকে যুক্তরাজ্যের মেনে নেয়া উচিত। তিনি আরো বলেন, থেরেসা মের যেসব ইউরোপীয় মিত্রদেশ ইরানের সাথে পরমাণু চুক্তি মেনে চলতে চায় তাদের সাথে যুক্তরাজ্যের সম্পর্ক ছিন্ন করা উচিত। বারাক ওবামা প্রেসিডেন্ট থাকাকালীন মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়ার সম্মতিতে হওয়া পরমাণু চুক্তি সম্পর্কে সানডে টেলিগ্রাফে নিজের লেখায় উডি জনসন বলেন,‘আমেরিকা ইরানের ওপর চাপ বৃদ্ধি করছে এবং এই কাজে আমরা যুক্তরাজ্যকে আমাদের পাশে চাই।

 


আরো সংবাদ



premium cement