Naya Diganta

শ্যামপুরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

রাজধানীর শ্যামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ওবাইদুল মিয়া (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে।
নিহতের সহকর্মী আবদুল মতিন জানান, ওবাইদুল শ্যামপুরের বড়ইতলা এলাকায় থাকতেন। গতকাল শ্যামপুরে ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকায় একটি তেল কারখানার ভেতরে গভীর নলকূপ বাসানোর কাজ করছিলেন তারা। এ সময় দুপুরে বিদ্যুৎস্পৃষ্টে আহত হন ওবাইদুল। সংজ্ঞাহীন অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বেলা আড়াইটার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পোস্টমর্টেমের জন্য নিহতের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্র জানায়।