০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


শ্রীবরদীতে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো শুরু

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেমিনার কক্ষে আনুষ্ঠানিকভাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর - নয়া দিগন্ত

শেরপুরের শ্রীবরদীতে শিশুদের খাওয়ানো হচ্ছে ভিটামিন এ প্লাস ক্যাপসুল। শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেমিনার কক্ষে আনুষ্ঠানিকভাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফ হোসেন খোকা। এবার উপজেলার বিভিন্ন কেন্দ্রে স্বেচ্ছাসেবকের মাধ্যমে ৩৭ হাজার ৬শ’ ৪০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ তথ্য জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আনিছুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অভিজিৎ রায়। তিনি বক্তব্যে বলেন, আজ সকাল ৯টা থেকে ৬ মাস বয়স হতে এক বছর বয়সী ৪ হাজার ৩শ’ ১৬ জন শিশুকে নীল রং এবং এক বছর বয়স হতে ৫ বছর বয়সী ৩৩ হাজার ৩শ ২৪ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ও কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement