২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


জামালপুরে ১২ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

জামালপুরে ১২ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার - নয়া দিগন্ত

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরের পাঁচটি আসনে ৪৪ জন বৈধ প্রার্থীর মধ্যে ১২জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে ছয়জন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আহমেদ কবীরের কাছে প্রত্যাহারপত্র জমা দিয়েছেন। আর দলীয় চূড়ান্ত মনোনয়ন না পাওয়ায় ছয়জনের মনোনয়নপত্র স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাহার হবে বলে রিটার্নিং অফিসার কার্যালয় সূত্র জানায়।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে গতকাল রোববার মনোনয়নপত্র প্রত্যাহার করেন জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে নূর মোহাম্মদ (আ.লীগ-স্বয়ংক্রিয় প্রত্যাহার), শাহাদাৎ বিন জামান (বিএনপি-স্বয়ংক্রিয় প্রত্যাহার) ও আব্দুল কাইয়ুম (বিএনপি-স্বয়ংক্রিয় প্রত্যাহার) জামালপুর-২ (ইসলামপুর) আসনে এএসএম আব্দুল হালিম (বিএনপি-স্বয়ংক্রিয় প্রত্যাহার) ও মনোয়ার হোসেন (বিএনপি-স্বয়ংক্রিয় প্রত্যাহার), জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বদরুদ্দোজা বাদল (বিএনপি),
নঈম জাহাঙ্গীর (গণফোরাম) ও শফিকুল ইসলাম (জেএসডি), জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে রবিউল ইসলাম তরফদার (গণফোরাম) এবং জামালপুর-৫ (সদর) আসনে রেজাউল করিম হীরা (আ’লীগ), সিরাজুল হক (বিএনপি-স্বয়ংক্রিয় প্রত্যাহার) ও আমীর উদ্দিন (জেএসডি)।

উল্লেখ্য, আজ সোমবার জামালপুরের পাঁচটি আসনের ৩২ জন বৈধ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে।


আরো সংবাদ



premium cement