০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


শিশু সামিয়া হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ

-

ঢাকার ওয়ারীতে শিশু সামিয়া আফরিন সায়মাকে ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ অব্যাহত রয়েছে। গতকাল বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক কাজী আবদুল হান্নানের আদালতে ২ প্রতিবেশী মো: মাছুম ও হুমায়ন কবীর এবং সামিয়ার বড় বোনের বন্ধু রাশেদুল ইসলাম সাক্ষ্য দেন। আদালত তাদের সাক্ষ্য গ্রহণ শেষে বাকি সাক্ষীর জন্য ১৯ ফেব্রুয়ারি পরবর্তী তারিখ ধার্য করেন। সাক্ষ্য গ্রহণের সময় আসামি হারুন অর রশিদকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ নিয়ে মামলায় ১২ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, শিশু সামিয়াকে ধর্ষণের পর হত্যার ঘটনায় তার বাবা আবদুস সালাম গত ৬ জুলাই ওয়ারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। গত ৭ জুলাই কুমিল্লার ডাবরডাঙা এলাকা থেকে হারুন অর রশিদকে গ্রেফতার করা হয়। পরদিন আদালতে দোষ স্বীকার করে জবানবন্দী দেন তিনি। গত বছর ৩০ অক্টোবর হারুনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ওয়ারী জোনাল টিম (নিরস্ত্র) মো: আরজুন। গত ২ জানুয়ারি মামলার একমাত্র আসামি হারুনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়।


আরো সংবাদ



premium cement