২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


অঞ্জন রায়কে হুমকির সংবাদের প্রতিবাদ জামায়াতে ইসলামীর

-

দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদ এবং জামায়াতে ইসলামীর নেতা ডা: শফিকুর রহমানসহ অন্য নেতৃবৃন্দকে জড়িয়ে সাংবাদিক অঞ্জন রায় সম্পর্কিত যে সংবাদ কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত হয়েছে তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। গতকাল সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, ‘সাংবাদিক অঞ্জন রায় দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদ, জামায়াত নেতা ডা: শফিকুর রহমান ও মকবুল আহমাদ এবং ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোবারক হোসেন ও সেক্রেটারি জেনারেল সিরাজুল ইসলামকে হুমকির কারণ মনে করে গত ১৪ ডিসেম্বর রমনা থানায় ডায়েরি করার যে খবর দু-একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত হয়েছে তা আদৌ সত্য কি না তা আমরা জানিনা। যদি এ রিপোর্ট সত্য হয়ে থাকে তাহলে সে সম্পর্কে আমাদের বক্তব্য হলো ওই ডায়েরিহীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের উপরোল্লিখিত নেতৃবৃন্দ এবং দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদকে রাজনৈতিকভাবে ঘায়েল করার হীন উদ্দেশ্যেই তিনি রমনা থানায় ডায়েরি করেছেন।
আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো, সাংবাদিক অঞ্জন রায়কে হুমকি দেয়ার সাথে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কারোর কোনো সম্পর্ক নেই। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসে এ সংগঠন দু’টির পক্ষ থেকে কাউকে হুমকি দেয়ার কোনো নজির নেই। কাজেই কাউকে হুমকি দেয়ার মতো অনৈতিক ও অগণতান্ত্রিক কাজের সাথে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের কোনো নেতৃবৃন্দ এবং দৈনিক সংগ্রামের সম্পাদক প্রবীণ সাংবাদিক, বুদ্ধিজীবী ও লেখক আবুল আসাদের কোনো ধরনের সংশ্লিষ্টতা থাকার প্রশ্নই আসে না। আশা করি সাংবাদিক অঞ্জন রায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ এবং দৈনিক সংগ্রামের সম্পাদকের বিরুদ্ধে অমূলক অভিযোগ দায়ের করা থেকে বিরত থাকবেন।’

 


আরো সংবাদ



premium cement