০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫
`


আদালতে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : আইনমন্ত্রী

-

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানিতে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। গতকাল বৃহস্পতিবার জিয়া চ্যারিটেবল মামলায় খালেদা জিয়ার জামিন শুনানিতে আইনজীবীদের হট্টগোল নিয়ে বিকেলে গুলশানে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানকে অপমান বা অবমাননা করতে সরকার দেবে না। কারণ জনগণকে নিরাপদে থাকতে দেয়ার জন্য দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং বিশৃঙ্খলা বন্ধ করা আমাদের দায়িত্ব। যারাই এরূপ আচরণ করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবে সরকার।
এ ঘটনার নিন্দা জানিয়ে আনিসুল হক বলেন, অতীতেও আমরা দেখেছি যে, বিএনপিপন্থী আইনজীবী এবং বহিরাগতরা তাদের বিরুদ্ধে আদালত কোনো আদেশ বা রায় দিলে তারা উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে। তিনি বলেন, বিএনপির এই কর্মকাণ্ডে পরিষ্কারভাবে প্রতীয়মান হয় যে, আইনের শাসনের প্রতি তাদের কোনো শ্রদ্ধাবোধ নেই। বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির ওপর তাদের কোনো আনুগত্য নেই এবং কোনো প্রতিষ্ঠান তাদের কাছে নিরাপদ নয়।

 


আরো সংবাদ



premium cement