০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


রাজস্ব বাড়াতে জেলা ও উপজেলায় কমিটি চান ডিসিরা

-

রাজস্ব আয় বাড়াতে নিজেদের সম্পৃক্ত করতে চান জেলা প্রশাসকরা (ডিসি)। তারা এ জন্য প্রতিটি জেলা ও উপজেলায় কমিটি করারও প্রস্তাব দিয়েছেন। এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান।
সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে গতকাল সোমবার জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ, অর্থ বিভাগ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং পরিকল্পনা বিভাগের সাথে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের নিয়ে এ অধিবেশন হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এতে সভাপতিত্ব করেন।
ড. মসিউর রহমান বলেন, ‘ডিসিদের প্রস্তাব ছিল ডিসি ও উপজেলা নির্বাহী অফিসারদের নিয়ে জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি করা। এতে করে তারা আয়কর বাড়াতে সহায়তা করতে পারবেন। রাজস্ব বোর্ডও (এনবিআর) এটা ভালো প্রস্তাব বলে মনে করে। তবে প্রস্তাবের ভেতরে ডিটেইলস কী আছে আগে সেটা তাদের জানা দরকার।’ তিনি বলেন, রাজস্ব বিভাগের প্রস্তাব সরকারের কাছে আছে। প্রস্তাবটি হলো তাদের কর্মকর্তা বাড়ানো এবং জেলা-উপজেলা পর্যায়ে তাদের অফিসার নিয়োগ করা। এই দুটির সাথে সমন্বয় করার প্রয়োজন হবে। সে মুহূর্তে তারা এই বিষয়টি আরো বিস্তারিতভাবে পরীক্ষা করতে পারবেন। ডিসিরা এক কোটি টাকা করে বরাদ্দ এবং একটি ব্যাংক চেয়েছেনÑ এমন প্রশ্নের জবাবে এই উপদেষ্টা বলেন, ‘এটা আজকের আলোচনায় আসেনি, গত রোববার তারা এটি চেয়েছে। প্রস্তাবটি সরকারি নথিতে আসবে, এরপর পরীক্ষা-নিরীক্ষা চলবে। তারপরই সিদ্ধান্ত নেয়া যাবে।’
মসিউর রহমান বলেন, ‘ডিসিরা যেসব বিষয় উত্থাপন করেছেন, তার মধ্যে অধিকাংশই হলো ঋণ ও সরকারের ব্যয় বরাদ্দ কিভাবে মানুষের কাজে লাগানো যায় এবং দ্রুত দক্ষতার সাথে বিতরণ করা যায় সে বিষয়ে। এর সব করা সম্ভব। তবে কিছু করা সম্ভব নয়, বাজেট নিয়ে সমস্যা আছে।’
তিনি আরো বলেন, সরকারি কর্মকর্তারা মানুষের প্রতি যে অনুভূতি প্রকাশ করেছেন তা প্রশংসনীয় এবং ব্যবহারের নতুন দিক। মানুষের কল্যাণে নিয়মকানুন বাধা হয়ে দাঁড়ালে তা পরীক্ষা করা ও যতদূর সম্ভব পরিবর্তন হওয়া দরকার।’
ডিসিরা ঋণ প্রদান বিষয়াদি সহজ করার জন্য বলেছেন বলে জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তিনি বলেন, ‘ব্যাংকে যে বরাদ্দ থাকে, ব্রাঞ্চ সেই ঋণ দিতে পারে না। নারীরা অনেক সময় শর্ত পূরণ করতে পারে না। গরিব নারীদের অনেকের জমি নেই, থাকলেও বাবা, মা, স্বামী, ভাইয়ের সমর্থন ছাড়া কিছু করতে পারে না। ফলে এই ক্ষুদ্রঋণ দিতে সমস্যা হয় এবং তাদের পরিচয় নিশ্চিত করার জন্য অনেক তথ্য দিতে হয়। ডিসিদের প্রস্তাব হলো সেগুলো যদি সহজ করা যায়।
তিনি বলেন, মহিলাদের ঋণের বিপরীতে জামানত ব্যবস্থা সহজ করা যায় কি না সে বিষয়ে জেলা প্রশাসকরা গুরুত্ব আরোপ করেছেন। এসব বিষয় পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে


আরো সংবাদ



premium cement
অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন শিব্বির আহমদ রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের শিডিউল বিপর্যয়, ভোগান্তি যাত্রীদের গণহত্যা বন্ধ করে ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে : ছাত্রশিবির দোয়ারাবাজারে মইন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ উপজেলা নির্বাচন : দ্বিতীয় ধাপে ৬১ জনকে বহিষ্কার করলো বিএনপি গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে সিলেটে শিবিরের বিক্ষোভ মিছিল ঝালকাঠিতে পারিবারিক দ্বন্দ্বে হত্যা, বাবা ও ভাই গ্রেফতার বন্যাবিধ্বস্ত কেনিয়া ও তানজানিয়ায় ঘূর্ণিঝড় সতর্কতা জারি রাজধানীতে লেকে গোসলে নেমে ২ কিশোরের মৃত্যু ইসরাইলের ওপর কঠোর হতে বাইডেনের প্রতি ডেমোক্রেট কংগ্রেস সদস্যদের আহ্বান আশুলিয়ায় ঝুট ব্যবসা দখল নিতে ৬ জনকে কুপিয়ে জখম

সকল