২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

ঢাকায় সবজি আনতে কিছু পয়েন্টে চাঁদাবাজি হয় : সংসদে কৃষিমন্ত্রী

-

দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীতে শাকসবজি পরিবহনে কিছু স্থানে কিছুটা চাঁদাবাজি হয় বলে স্বীকার করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তবে সরকার এটি নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা করছে বলেও জানান তিনি।
গতকাল সংসদে প্রশ্নোত্তরে বাণিজ্যমন্ত্রীর পক্ষে প্রশ্নের জবাব দিতে গিয়ে এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। সংরক্ষিত আসনের সংসদ সদস্য আদিবা আঞ্জুম মিতা সম্পূরক প্রশ্নে জানতে চান, ঢাকার বাইরে থেকে সবজি আনার সময় চাঁদা আদায় করার ফলে ঢাকায় এসে দাম বেড়ে যায়। এ বিষয়ে মন্ত্রণালয় কোনো পদক্ষেপ গ্রহণ করছে কি না?
জবাবে কৃষিমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে বাণিজ্য মন্ত্রণালয় চাঁদাবাজির বিষয়টি মনিটরিং করে আসছে। বিভিন্ন পরিবহন মালিক-শ্রমিক সংগঠন নানা কারণে চাঁদা সংগ্রহ করে। সবজি পরিবহনের সময় চাঁদা আদায়ের বিষয়টিতে আমি দ্বিমত পোষণ করছি না। এটা সত্য যে, কিছু কিছু পয়েন্টে চাঁদাবাজি হয়। চাঁদা আদায়ের ঘটনা ঘটছে। সেগুলো নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।
নুরুন্নবী চৌধুরীর সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রজমানকে কেন্দ্র করে নিত্যপণ্যের দাম অস্বাভাবিক হবে না। সরকার এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।


আরো সংবাদ



premium cement