০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


সোনাগাজীতে গণস্বাক্ষরে ভাইয়ের আর্তি ‘আর যেন কেউ রাফি না হয়’

-

সোনাগাজীতে সুজন (সুশাসনের জন্য নাগরিক) আয়োজিত গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নিয়ে নুসরাত জাহান রাফির ভাই রায়হান আবেদন জানান, ‘আর যেন কেউ রাফি না হয়’। বোন হারানোর শোকে কাতর রায়হান এর বেশি কিছু বলতে পারেনি। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ কর্মসূচিতে অংশ নেয়া অনেকেই চোখের পানিতে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তারা রাফির বর্বরোচিত হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সুজন সোনাগাজী শাখা আয়োজিত কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী প্রেস ক্লাব সাবেক সভাপতি আবু তাহের ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মাঈনুল ইসলাম রাসেল, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস মিতা, সোনাগাজী আল হেলাল একাডেমির প্রধান শিক্ষক আবদুল হক, সুজন ফেনী পৌর শাখার সভাপতি জাহিদ হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক ইমন উল হক, জাতীয় কবিতা পরিষদ সভাপতি কবি ইকবাল চৌধুরী, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী নসু, সোনাগাজী প্রেস ক্লাব সভাপতি ও কর্মসূচির সমন্বয়ক শেখ আবদুল হান্নান এবং সাধারণ সম্পাদক সাইফুল আলম হিরণ প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement