০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫
`


ময়মনসিংহে ইসলামী মহাসম্মেলনে বক্তারা

কুরআন ও হাদিসের মনগড়া ব্যাখ্যা কাম্য নয়

-

ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহে আয়োজিত এক ইসলামি মহাসম্মেলনে বক্তারা বলেছেন, কুরআন ও হাদিসের মনগড়া ব্যাখ্যা এবং আলেমদের মধ্যে গ্রুপিং কাম্য নয়। আয়োজিত সম্মেলনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। মাওলানা আবদুর রহমান হাফেজ্জীর সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেনÑ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, সাবেক এমপি দেলোয়ার হোসেন খান দুলু, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, কাকরাইল মারকাজের শীর্ষ মুরুব্বি মাওলানা যোবায়ের, মাওলানা রবিউল হক, মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা আনোয়ার শাহ, মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী প্রমুখ।
উলামায়ে কেরাম ও ইমামদের উদ্যোগে আয়োজিত সম্মেলনে বক্তারা বলেন, তাবলিগ জামাতের বিশ্বব্যাপী দাওয়াতি কার্যক্রম শতাব্দীকাল থেকেই চলে আসছে। এমন পরিস্থিতিতে কুরআন ও হাদিসের মনগড়া ব্যাখ্যা এবং আলেমদের মধ্যে গ্রুপিং কাম্য নয়। আলেমদের মধ্যে বিভেদ সৃষ্টিকারী সব অপতৎপরতা বন্ধের দাবিও জানান বক্তারা। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement