২৬ মে ২০২৪, ১২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ জিলকদ ১৪৪৫
`

সিরিয়ায় স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত

সিরিয়ায় স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত - সংগৃহীত

সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত এলাকায় ২০১১ সালের পর এই প্রথমবারের মতো স্থানীয় নির্বাচনে ভোট অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রোববার সকাল সাতটায় সরকার নিয়িন্ত্রত এলাকাগুলোতে ভোট শুরু হয়। স্থানীয় প্রশাসনিক পরিষদের ১৮ হাজার ৪৭৮টি আসনে চল্লিশ হাজারের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

রোববার সিরিয়ায় সাধারণ কর্ম দিবস। কিন্তু পাঁচ ঘণ্টা বাড়িয়ে মধ্যরাত পর্যন্ত ভোটগ্রহণ করা হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, ভোটারদের বড় ধরনের উপস্থিতির কারণেই সময় বাড়ানো হয়েছে।

এবারের স্থানীয় নির্বাচনে কুর্দি নিয়ন্ত্রিত উত্তর-পূর্ব অঞ্চল, উত্তর-পশ্চিমের ইদলিবে কোনও ভোট অনুষ্ঠিত হয়নি। বিগত প্রেসিডেন্ট বা পার্লামেন্ট নির্বাচনের চেয়ে এবার স্থানীয় নির্বাচনে ভোটারদের উপস্থিতি কম।


আরো সংবাদ



premium cement