২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

দামে অর্ধেক ছাড়

-

বাংলাদেশ গরিব দেশ বলে ৯০ শতাংশ লোকের পক্ষেই ভালো ঘর নির্মাণ করা অত্যন্ত কঠিন। সরকারিভাবে ঢেউটিন, রড, অ্যাঙ্গেল অথবা পিগ আয়রন এবং প্লাস্টিক কারখানাগুলোতে অর্ধেক দামে ছাড় দেয়া উচিত। প্রয়োজনে তালিকা তৈরি করে ইউনিয়ন পরিষদের মাধ্যমে এটা করা যায়। ডিস্টেম্পার, বিলাসবহুল আইটেম, ভোজ্য তেলÑ এ জাতীয় আইটেমের ওপর কর বৃদ্ধি করে কাজটি করা যায়। ঘর তুলতে, হার্ডওয়্যার মালামাল প্রস্তুত করতে এবং কাঁচা লোহার দাম হিসাবে রফতানিকারক দেশ যেসব আইটেম নেবে, সেগুলো দেশেই বানালে বেকার কমবে। পল্লী এলাকায় লাখ লাখ বেকার। সরকারিভাবে ওই বিনিয়োগ জাতির জন্য স্থায়ী সুফল বয়ে আনবে।
মো: আবদুদ দাইয়ান, চনপাড়া, ডেমরা, ঢাকা


আরো সংবাদ



premium cement