২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

ফুটওভারব্রিজ প্রয়োজন

-

ঢাকা-বগুড়া মহাসড়কসংলগ্ন একটি বৃহৎ গ্রাম গাড়ীদহ, যা বগুড়ার শেরপুর উপজেলায় অবস্থিত। বেশ কয়েকটি পাড়া নিয়ে গঠিত বিশাল এ গ্রামের মধ্যবর্তী মহাসড়কটির দু’পাশে সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। সেগুলো হলোÑ পাবলিক স্কুল, সরকারি প্রাইমারি স্কুল, স্কয়ার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, চাইল্ড হেভেন স্কুল, ইবনে সিনা স্কুল এবং দু’টি মাদরাসা। এ প্রতিষ্ঠানগুলোতে মোট কয়েক হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। এ ছাড়াও কিছু শিল্পপ্রতিষ্ঠান রয়েছে যেখানে অনেক শ্রমিক কাজ করে থাকেন। ব্যস্ততম এ রাস্তা দিয়ে প্রতি দিন হাজারো যানবাহন চলাচল করে। সড়কটিতে ঢাকাগামী দূরপাল্লার বাস বেশি দেখা যায়। তবে যেন কমছে না তাদের অসুস্থ প্রতিযোগিতা। তবুও নির্মাণ করা হয়নি কোনো স্পিডব্রেকার। বিকল্প পথ না থাকায় জীবনের ঝুঁকি নিয়েই শিক্ষার্থীসহ সবাইকে পার হতে হচ্ছে এই রাস্তাটি। এতে দুর্ঘটনার শিকার হতে হয় পথচারীদের। কয়েক মাস আগে সোহাগ নামে পাবলিক স্কুলের এক ছাত্র সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। আহত হয়েছে অসংখ্য মানুষ। এর জন্য দায়ী ড্রাইভারদের অস্বাভাবিক গতিতেও বেখেয়ালি মনে গাড়ি চালানো। শিক্ষার্থীসহ পথচারীদের লাঘবে অনতিবিলম্বে স্পিডব্রেকার ও ফুটওভারব্রিজ নির্মাণে দুর্ভোগ ব্যবস্থা গ্রহণে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
নাজমুল হক, শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়

 


আরো সংবাদ



premium cement