২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

ডিম দত্তক নিলো পেঙ্গুইন!

-

জার্মানির চিড়িয়াখানায় এক সমলিঙ্গের একজোড়া পেঙ্গুইন দম্পতির মতো এক সাথেই থাকে। সমলিঙ্গ হওয়ায় ডিম পেড়ে সন্তানের জন্ম দেয়া তাদের পক্ষে সম্ভব নয়। সেই অভাব ঢাকতে এতদিন তারা ডিমের মতোই দেখতে গোল পাথরে তা দিতো।
পেঙ্গুইনদের যন্ত্রণা বুঝে বার্লিন চিড়িয়াখানার এক কর্মী অন্য পেঙ্গুইনের পাড়া ডিম উপহার দিয়েছে এই পুরুষ পেঙ্গুইন দুটিকে। তা থেকে বাচ্চা হয়েছে। কিন্তু খবরটি যখন নেট দুনিয়ায় ডিম দত্তক নেয়ার খবর হিসেবে প্রচার হয় তখন চোখ কপালে উঠেছে অনেকের।
চিড়িয়াখানার কর্মী নর্বাট জাহমেল জানিয়েছেন, অনেক মেয়ে পেঙ্গুইনই ডিম পেড়ে তাতে ঠিকমতো তা দেয় না। উল্টে নষ্ট করে ফেলে। তার থেকে এই ভালো হলো। এবার মনের সুখে তা দিয়ে সন্তান বড় করবে পুরুষ পেঙ্গুইন (দম্পতি) স্কিপার আর পিং।
তবে নর্বাট জানেন না পুরুষ পেঙ্গুইন দুটি সঠিকভাবে বাচ্চার জন্ম দিতে পারবে কি না। বাচ্চা লালন করে বড় করতে পারবে কি না। ইন্টারনেট।

 


আরো সংবাদ



premium cement