০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


কিউআর কোড স্ক্যান করে ভিক্ষা

-

প্রযুক্তি এগোচ্ছে। এগোচ্ছে পুরো বিশ্ব। এরই অংশ হিসেবে বর্তমানে নগদের থেকে ক্যাশলেস লেনদেনেই ভরসা করছেন বিশ্ববাসী। এ সুফল থেকে বাইরে থাকতে রাজি নন ভিখারিরাও। কিউআর কোড স্ক্যান করে ই-ওয়ালেটেই ভিক্ষা নিচ্ছেন তারা। প্রযুক্তিসমৃদ্ধ চীনের ভিখারিরা এখন ভিক্ষা করতে এ প্রযুক্তিরই আশ্রয় নিচ্ছেন।
জানা গেছে, সে দেশের ভিখারিরা প্রযুক্তির সাথে তাল মিলিয়ে ক্যাশলেস লেনদেনের ওপর ভরসা রেখে অ্যাপের মাধ্যমে ভিক্ষা গ্রহণ করছেন। সম্প্রতি প্রকাশ্যে আসে সেখানকার ভিখারিদের ভিক্ষা নেয়ার এ নয়া দিক। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যাওয়া কয়েকটি ছবিতে দেখা গেছে, চীনা ভিখারির গলায় ঝোলানো রয়েছে নির্দিষ্ট কিউআর কোডযুক্ত ব্যাজ। সেই কোড স্ক্যান করে নিজের ইচ্ছামতো অর্থ ওই ভিখারির ই-ওয়ালেটে ট্রান্সফার করছেন দাতারা।
এ ক্ষেত্রে চীনা ভিখারিরা বেশি ব্যবহার করছেন দেশটির শীর্ষ সংস্থা আলিবাবার তৈরি আলি পে নামের একটি অ্যাপ। অনেকে আবার ব্যবহার করছেন উইচ্যাট ওয়ালেট। সব ক্ষেত্রেই ব্যবহারের নিয়ম একই। কিউআর কোড স্ক্যান করে ই-ওয়ালেটে জমা করতে হবে নির্দিষ্ট অর্থ। চীনা ভিখারিদের ভিক্ষা নেয়ার এ অভিনব পদ্ধতিই মন কেড়েছে নেটিজেনদের। ইন্টারনেট।


আরো সংবাদ



premium cement