২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

পেটে ১১৬ পেরেক

-

রাজস্থানের কোটার বুন্দি সরকারি হাসপাতালে ভোলা শঙ্কর (৪২) নামে এক ব্যক্তির পেটে অস্ত্রোপচারের পর ১১৬টি পেরেক বের করেছেন চিকিৎসকরা। এর সাথে পাওয়া গেছে আরো লোহার তার ও পাত। দেড় ঘণ্টার অপারেশন শেষে এসব ধাতব বস্তু বের করা হয়। এ বিষয়ে চিকিৎসক অনিল সাইনি জানান, গত রোববার পেটের ব্যথা নিয়ে ভোলা আমাদের কাছে আসেন। প্রথমে এক্স-রে করে ওই রোগীর পেটে পেরেকজাতীয় বস্তুর উপস্থিতি টের পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত হতে তাকে সিটিস্ক্যান করতে বলা হয়। সেই রিপোর্ট হাতে পাওয়ার পরই অস্ত্রোপচারের মাধ্যমে এসব ধাতব বস্তু বের করা হয়। তিনি জানান, পেরেকের বেশির ভাগের দৈর্ঘ্য সাড়ে ছয় সেন্টিমিটার। অপারেশনের পর রোগী সুস্থ আছেন। ভোলা শঙ্কর পেশায় মালি। তবে এসব পেরেক কিভাবে তার পেটে গেল সে বিষয়ে কিছুই বলতে পারছেন না তিনি। এমনকি তার পরিবারের লোকজনও এ ব্যাপারে কিছুই জানেন না। এর আগে কলকাতাতেও এমন এক ঘটনা ঘটেছিল। সেখানে এক ব্যক্তির পেট থেকে আড়াই সেন্টিমিটার লম্বা বেশ কয়েকটি পেরেক উদ্ধার করা হয়। এ ছাড়া ২০১৭ সালের জুলাইতে সেখানকারই বদ্রীলাল নামে এক ব্যক্তির পেট থেকে ১৫০টি সুচ ও পেরেক বের করা হয়। ইন্টারনেট।


আরো সংবাদ



premium cement